অ্যাপশহর

আন্তর্জাতিক আদালতে কুলভূষণ মামলার শুনানি শুরু ১৮ ফেব্রুয়ারি

চরবৃত্তির দায়ে প্রাক্তন নৌসেনা অফিসার কুলভূষণকে মৃত্যুদণ্ড দেয় পাক সামরিক আদালত।

EiSamay.Com 4 Oct 2018, 12:38 am
এই সময় ডিজিটাল ডেস্ক: পাক আদালতে বন্দি ভারতের প্রাক্তন নৌসেনা অফিসার কুলভূষণ যাদব মামলায় আন্তর্জাতিক আদালত (ICJ) কী রায় দেয়, তার জন্য অপেক্ষা করতে হবে আগামী বছরের গোড়া পর্যন্ত। সূত্রের খবর, হেগের ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে ১৮ ফেব্রুয়ারি থেকে কুলভূষণ মামলার পাবলিক শুনানি শুরু। চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত।
EiSamay.Com Kulbhushan


চরবৃত্তির দায়ে প্রাক্তন নৌসেনা অফিসার কুলভূষণকে মৃত্যুদণ্ড দেয় পাক সামরিক আদালত। পাকিস্তানের দাবি, ভারতীয় গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা 'র'-এর এজেন্ট হয়েই পাকিস্তানে ঢোকে কুলভূষণ। বালোচদের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে মদত দেওয়ার অভিযোগও আনা হয় তাঁর বিরুদ্ধে। এমনকী চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের কাজে ব্যাঘাত ঘটানোর জন্যও তাঁকে কাঠগড়ায় তোলা হয়।

যদিও ভারত যাদবের বিরুদ্ধে আনা গুপ্তচরবৃত্তির অভিযোগ খারিজ করে, তাঁর মৃত্যুদণ্ডের বিরোধিতার করে আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হয়। ভারতের আবেদনের প্রেক্ষিতে মামলা গ্রহণ করে, বিচার শেষ না-হওয়া পর্যন্ত কুলভূষণের মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ দেয় আন্তর্জাতিক আদালত। সেই মামলারই পাবলিক শুনানি শুরু ১৮ ফেব্রুয়ারি।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল