অ্যাপশহর

বান্ধবী’কে বাঁচাতে স্যুইমিংপুলে ঝাঁপ, তলিয়ে গেলেন তরুণ IAS অফিসার

অথচ ওই IAS অফিসার একজন দক্ষ সাঁতারু ছিলেন

EiSamay.Com 30 May 2017, 6:29 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বান্ধবীকে বাঁচাতে গিয়ে স্যুইমিংপুলের জলে ডুবে মৃত্যু হল এক ট্রেনি IAS অফিসারের। সোমবার দক্ষিণ দিল্লির বের সরাই এলাকায় এই ঘটনা ঘটেছে। মৃত IAS অফিসারের নাম আশিস দাহিয়া।
EiSamay.Com ias officer saves lady officer drowns in pool
বান্ধবী’কে বাঁচাতে স্যুইমিংপুলে ঝাঁপ, তলিয়ে গেলেন তরুণ IAS অফিসার


২০১৬ ব্যাচের IAS ট্রেনি আশিস হরিয়ানার সোনিপতের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, IFS ও IRS-এর ব্যাচের বন্ধুদের সঙ্গে বের সরাইয়ের ফরেন সার্ভিস ইন্সটিটিউটে পার্টি করছিলেন আশিস। সে সময়ই আশিসের এক বান্ধবী পা পিছলে স্যুইমিংপুলে পড়ে যান। তাঁকে বাঁচাতে ঝাঁপ দেন আশিস-সহ অন্য তরুণ অফিসাররা। কিন্তু, সবাই জল থেকে উঠে এলেও, আশিসকে খুঁজে পাওয়া যায়নি। কিছুক্ষণ বাদে তাঁর দেহ জলে ভাসতে দেখা যায়। পুল থেকে তাঁর দেহ বের করে স্থানীয় ডাক্তারকে দেখানো হয়। এরপর বসন্তকুঞ্জের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আশিসকে। কিন্তু, হাসপাতালে পৌঁছলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।


এই ইন্সটিটিউটে ছিলেন আশিস

বছর ৩০-এর আশিস IAS পাশ করার পাশাপাশি একজন দক্ষ সাঁতারু ছিলেন। তাই স্যুইমিংপুলে তাঁর ডুবে যাওয়া নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও প্রাথমিকভাবে জানা গেছে, মদ্যপ থাকার কারণেই জলে ডুবে যান তরুণ IAS। যদিও অন্যান্য সাক্ষপ্রমাণ খতিয়ে দেখা হচ্ছে।


আশিসের ফেসবুক থেকে নেওয়া ছবি

খবরটি ইংলিশে পড়তে ক্লিক করুন

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল