অ্যাপশহর

'২৬/১১ সন্ত্রাসের পর সার্জিক্যাল স্ট্রাইকে বাধা দিয়েছিল UPA সরকার'!

২৬/১১ সন্ত্রাসের দু'দিন পরে ভারতীয় সেনার তিন প্রধানকে ডাকা হয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাসভবনে।

EiSamay.Com 28 Nov 2017, 1:14 am
এই সময় ডিজিটাল ডেস্ক: ২৬/১১ সন্ত্রাসের বদলা নিতে দেয়নি ইউপিএ সরকার। এমনই বিস্ফোরক দাবি করলেন অবসরপ্রাপ্ত বায়ুসেনা প্রধান ফলি হোমি মেজর। তাঁর দাবি, ২০০৮ সালে ২৬/১১ সন্ত্রাসের পরে প্রতিশোধ নিতে তৈরি ছিল বায়ুসেনা। কিন্তু তত্‍‌কালীন ইউপিএ সরকার তা করতে বাধা দেয়। না-হলে ওই সময় সার্জিক্যাল স্ট্রাইকে পাকিস্তানকে সবক শেখানো যেত।
EiSamay.Com iaf wanted to avenge 2008 mumbai attacks but upa blocked surgical strike claims air chief marshal retd fali homi major
'২৬/১১ সন্ত্রাসের পর সার্জিক্যাল স্ট্রাইকে বাধা দিয়েছিল UPA সরকার'!


Times Now-কে অবসরপ্রাপ্ত বায়ুসেনা প্রধান জানিয়েছেন, ২০০৮-এ ভারতীয় বায়ুসেনা সার্জিক্যাল স্ট্রাইকের পরিকল্পনা করেছিল। পরিকল্পনা ছিল পাকিস্তানে সন্ত্রাসবাদীদের ঘাঁটিগুলিতে হামলা চালানোর। কিন্তু তত্‍‌কালীন ইউপিএ সরকার নিষেধ করে।

২৬/১১ সন্ত্রাসের ৯ বছর পর অবসরপ্রাপ্ত বায়ুসেনা প্রধানের বিস্ফোরক দাবিতে আলোড়ন পড়ে গিয়েছে জাতীয় স্তরে। তিনি বলেছেন, ২৬/১১ সন্ত্রাসের দু'দিন পরে ভারতীয় সেনার তিন প্রধানকে ডাকা হয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাসভবনে। সঙ্গে ছিলেন তত্‍‌কালীন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি ও প্রতিরক্ষা সচিব। বৈঠকের আগে তিন সেনাপ্রধানের মধ্যে আলোচনা হয়, কী করা যেতে পারে। সরকার কী করতে বলতে পারে।

বৈঠক চলাকালীন তত্‍‌কালীন প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ত্র ও হামলার পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনাও হয়। সব কিছুই ঠিক ছিল। পাক অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসবাদীদের প্রশিক্ষণ শিবিরগুলিতে হামলা চালানোর কথা ঠিক হয়। কিন্তু তারপর তত্‍‌কালীন সরকার প্রতিশোধের হামলা নিয়ে আর সবুজ সংকেত দেয়নি। এগিয়ে যাওয়ার নির্দেশও আসেনি। অবসরপ্রাপ্ত বায়ুসেনা প্রধানের কথায়, 'সার্জিক্যাল স্ট্রাইকের সেই সুয়োগ আমরা হাতছাড়া করি।'

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল