অ্যাপশহর

বীরচক্রের জন্য উইং কম্যান্ডার অভিনন্দনের নাম প্রস্তাব বায়ুসেনার

পাকসেনার হাতে বন্দি থাকাকালীন যে সাহস ও মানসিক দৃঢ়তা তিনি দেখিয়েছেন, তা কুর্নিশযোগ্য। যে কারণে অভিনন্দনের নাম বীরচক্রের জন্য প্রস্তাব করা হয়েছে। বীরচক্র হল দেশের তৃতীয় সর্বোচ্চ সাহসিকতার পুরস্কার।

EiSamay.Com 21 Apr 2019, 3:13 am
এই সময় ডিজিটাল ডেস্ক: অসম সাহসী উইং কম্যান্ডার, 'জাতীয় নায়ক' অভিনন্দন বর্তমানের নাম বীরচক্রের জন্য প্রস্তাব করল ভারতীয় বায়ুসেনা।
EiSamay.Com AbhinandanVarthaman-772207424_6


মান্ধাতার মিগ যুদ্ধবিমান নিয়ে পাকিস্তানের অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-১৬কে পিছু ধাওয়া করে মাঝআকাশে ধ্বংস করেন অভিনন্দন। পরে, তার মিগ বিমানটি পাক সীমারেখায় ভেঙে পড়ায়, প্রতিবেশী দেশের সেনার হাতে আটক হন অভিনন্দন। আন্তর্জাতিক চাপের মুখে পরে যদিও তাঁকে ছেড়ে দেয় পাকিস্তান।

পাকসেনার হাতে বন্দি থাকাকালীন যে সাহস ও মানসিক দৃঢ়তা তিনি দেখিয়েছেন, তা কুর্নিশযোগ্য। যে কারণে অভিনন্দনের নাম বীরচক্রের জন্য প্রস্তাব করা হয়েছে। বীরচক্র হল দেশের তৃতীয় সর্বোচ্চ সাহসিকতার পুরস্কার।

এ ছাড়া বায়ুসেনা পদকের জন্য মিরাজ ২০০০ যুদ্ধবিমানের ১১ পাইলটের নাম প্রস্তাব করা হয়েছে। এই বৈমানিকরা পাকিস্তানের বালাকোটে জইশ ঘাঁটিতে আকাশপথে হানা দিয়েছিলেন।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল