অ্যাপশহর

‘রাফাল’ যুদ্ধবিমান ওড়ালেন বায়ুসেনা প্রধান, খুব শীঘ্রই আসছে দেশে

২০১৫ সালে ৫৯ হাজার কোটি টাকায় ফ্রান্সের কাছ থেকে ৩৬টি রাফাল কিনতে চুক্তি করেছিল ভারত।

Ei Samay 19 Jul 2017, 6:10 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: অত্যাধুনিক ফরাসি যুদ্ধবিমান রাফাল ওড়ালেন ভারতের বায়ুসেনা প্রধান বি এস ধানোয়া। চলতি ফ্রান্স সফরের মাঝেই ‘মাল্টিরোল’ বা বহুমুখী রাফাল চালানোর অভিজ্ঞতা করলেন বায়ুসেনা প্রধান। ১৭ থেকে ২০ জুলাই পর্যন্ত ফ্রান্স সফরে রয়েছেন তিনি।
EiSamay.Com iaf chief flies rafale during france visit
‘রাফাল’ যুদ্ধবিমান ওড়ালেন বায়ুসেনা প্রধান, খুব শীঘ্রই আসছে দেশে


দু’দেশের বায়ুসেনার মধ্যে সম্পর্ক মজবুত করতে দ্বিপাক্ষক তথ্য আদান প্রদানের লক্ষ্যেই বায়ুসেনা প্রধানের এই ফ্রান্স সফর। এছাড়াও ফ্রান্সের বায়ুসেনার পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন এয়ার চিফ মার্সাল বি এস ধানোয়া। ফ্রান্সে ভারতীয় রাফালে উৎপাদন প্রকল্পের সঙ্গে যুক্ত আধিকারিকদের সঙ্গেও কথা বলেন তিনি।



২০১৫ সালে ৫৯ হাজার কোটি টাকায় ফ্রান্সের কাছ থেকে ৩৬টি রাফাল কিনতে চুক্তি করেছিল ভারত। তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রিকর জানিয়েছিলেন, তিন বছরের মধ্যেই ভারতে হাজির হবে ৩৬টি সর্বাধুনিক ফরাসি যুদ্ধবিমান রাফাল।

রাফাল যুদ্ধবিমান দুটি ইঞ্জিনে চালানো যায়। এগুলি অনেকক্ষণ ধরেই আকাশে উড়তে পারে। বহুমুখী এই বিমান সব মরশুমেই একই কার্যকরী।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল