অ্যাপশহর

'আমি চা বিক্রি করেছি, দেশকে বেচিনি'

গুজরাটের নির্বাচনী প্রচারে কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানাতে গরিবিকেই ঢাল করলেন নরেন্দ্র মোদী।

EiSamay.Com 27 Nov 2017, 11:20 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: গুজরাটের নির্বাচনী প্রচারে কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানাতে গরিবিকেই ঢাল করলেন নরেন্দ্র মোদী। তাঁর বক্তব্যের সারমর্ম, দীন-দরিদ্র পরিবার থেকে উঠে আসায় কংগ্রেসের নেতারা চিরকালই তাঁকে অবজ্ঞার চোখে দেখেছেন।
EiSamay.Com i sold tea but i did not sell the nation pm modi responds to congress jibe
'আমি চা বিক্রি করেছি, দেশকে বেচিনি'


মোদীর কথায়, আমি দরিদ্র পরিবার থেকে উঠে আসায় কংগ্রেস আমাকে কোনও দিনই পছন্দ করেনি। বরাবর অপছন্দই করে এসেছে। আজ সেই দরিদ্র পরিবারের ছেলেটিই যখন দেশের প্রধানমন্ত্রী, কংগ্রেসের মতো একটা দল কি পারে তাঁর কাছে মাথা ঝোঁকাতে! কংগ্রেস এই অবজ্ঞা শত চেষ্টা করেও লুকিয়ে রাখতে পারে না। ঠিক তার বহির্প্রকাশ ঘটে যায়।

রাজকোটের ওই সভায় এরপরই মোদী যোগ করেন, হ্যাঁ আমি চা বিক্রি করেছি। কিন্তু, আমার দেশকে বেচে দিইনি। রাজকোটের এই বিজেপি সভায় নরেন্দ্র মোদীই ছিল প্রধান বক্তা।

কংগ্রেসের যুব শাখা 'যুব দেশ' সম্প্রতি একটি meme ট্যুইট করে। যেখানে মোদীকে চাওয়ালা হিসেবে দেখানো হয়েছে। যুব কংগ্রেসের এই বিতর্কিত ট্যুইটকেই আক্রমণের পালটা অস্ত্র করেন মোদী।

এর পরেই উন্নয়ন প্রসঙ্গে ফিরে যান মোদী। তাঁর কথায়, সব সমস্যার সমাধানই হল উন্নয়ন। ভেদাভেদ না-করেই এতদিন আমরা গুজরাটে কাজ করে এসেছি। ভবিষ্যতে গুজরাটে আরও কাজ করতে চাই। আমাদের মন্ত্রই হল, 'সৌনো সাথ, সৌনো বিকাশ'।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল