অ্যাপশহর

ককপিটে ধোঁয়া, ১৫৫ যাত্রী নিয়ে হায়দরাবাদে জরুরি অবতরণ IndiGo বিমানের

গত সোমবারই ট্রুজেটের একটি বিমান উড়ানের কিছুক্ষণের মধ্যেই শামসাবাদ বিমানবন্দরে ফিরে আসে। জ্বালানি পড়তে থাকায়, জরুরি অবতরণ করতে বাধ্য হয় ট্রুজেটের বিমানটি।

EiSamay.Com 28 Aug 2019, 2:26 am
এই সময় ডিজিটাল ডেস্ক: ককপিটে হঠাত্‍‌ করে ধোঁয়া দেখে হায়দরাবাদের শামসাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ করলেন IndiGo বিমানের পাইলট। হায়দরাবাদের এই বিমানবন্দরে গত কয়েক ঘণ্টার মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার দু'টি বিমানকে জুরুরি অবতরণ করতে হল।
EiSamay.Com indigo f


গত সোমবারই ট্রুজেটের একটি বিমান উড়ানের কিছুক্ষণের মধ্যেই শামসাবাদ বিমানবন্দরে ফিরে আসে। জ্বালানি পড়তে থাকায়, জরুরি অবতরণ করতে বাধ্য হয় ট্রুজেটের বিমানটি।

সূত্রের খবর, ইন্ডিগোর এ-৩২০ নিয়ো এয়ারক্র্যাফ্টে ১৫৫ যাত্রী ছিলেন। বিকেল ৫টা ৫৫ মিনিটে উড়ানটির দিল্লিতে ল্যান্ড করার কথা ছিল। কিন্তু, ককপিটে ধোঁয়া বেরোতে দেখে চালক হায়দরাবাদের ওই বিমানবন্দরে জরুরি অবতরণ করেন। তার আগে বিষয়টি এয়ার ট্রাফিক কন্ট্রোলের নজরে আনেন।

বিমানবন্দেরে ফায়ার ব্রিগেড ছাড়াও উদ্ধারকারী দল প্রস্তুত ছিল। শেষপর্যন্ত নিরাপদেই ইন্ডিগোর এই বিমানটি সেখানে ল্যান্ড করে। বিমানের যাত্রীদের সুরক্ষিত ভাবে বের করে আনা হয়। বিমানের ককপিট থেকে ধোঁয়া বেরোনোর কারণ এখনও জানা যায়নি। গ্রাউন্ড ইঞ্জিনিয়াররা বিমানটি পরীক্ষা করছেন।

পরে ইন্ডিগোর তরফে এক বিবৃতিতে জানানো হয়, বিমানের ইঞ্জিনে কোনও ত্রুটি নেই। সেগুলি ভালোভাবে কাজ করছে। তবে, শীতাতপনিয়ন্ত্রণ সিস্টেমের একটি নিষ্কাশন ফ্যান কাজ করছিল না। যে কারণে ককপিটে ধোঁয়া বেরোচ্ছিল।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল