অ্যাপশহর

বিলাসিতার বাড়াবাড়ি! বিয়ের মেনুতে খাঁটি সোনার গুঁড়ো মাখা ভাত!!

দক্ষিণ ভারতের বিয়েতে মাথা থেকে পা পর্যন্ত সোনায় মোড়া কনে তো দেখেছেন, কিন্তু সোনায় মোড়া ভাত? খেয়েছেন কখনও? হায়দরাবাদে বসেছিল এমনই এক বিয়ের আসর। সেখানে অতিথিদের পাতে দেওয়া হল সোনায় মাখা ভাত!

EiSamay.Com 30 Aug 2017, 12:54 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: দক্ষিণ ভারতের বিয়েতে মাথা থেকে পা পর্যন্ত সোনায় মোড়া কনে তো দেখেছেন, কিন্তু সোনায় মোড়া ভাত? খেয়েছেন কখনও? হায়দরাবাদে বসেছিল এমনই এক বিয়ের আসর। সেখানে অতিথিদের পাতে দেওয়া হল সোনায় মাখা ভাত!
EiSamay.Com hyderabad caterer serves gold rice to guests
বিলাসিতার বাড়াবাড়ি! বিয়ের মেনুতে খাঁটি সোনার গুঁড়ো মাখা ভাত!!


বিয়েতে ঠিক কতটা বিলাসিতা করলে অর্থের উপযুক্ত প্রদর্শন হয়? সেটাই বোধহয় বুঝে উঠতে পারেন না এই সব কোটিপতিরা। তাই কনের গায়ে কেজি কেজি সোনা, শতাধিক কোর্সের ডিনার, বিলাসবহুল রথ সবই এখন পুরনো। অতিথিদের তাক লাগাতে আরও নতুন কী করা যায়, হায়দরাবাদের ক্যাটারার ভি সাই রাধা কৃষ্ণকে সে কথা জিজ্ঞেস করেছিলের এক কোটিপতি ব্যবসায়ী। মেয়ের বিয়ে বলে কথা! মাথা ঘামিয়ে তাই অতিথিদের পাতে সোনায় মাখা ভাত তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় ওই ক্যাটারার। বিয়েতে পরিবেশন করা সোনার গুঁড়ো মাথা ওই ভাতের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।



হায়দরাবাদের কোথাও কোথাও পানের মধ্যে পাতলা সোনার পাতা দেওয়া থাকে। কোনও কোনও মিষ্টিতে সোনার তবক, রূপোর তবক মোড়ানো থাকে। তার থেকে সোনার ভাতের চিন্তা মাথায় আসে বলে জানিয়েছেন ভি সাই। এই বিশেষ ধরনের সোনা গরম ভাতে গলে যায়। তখন তা খেতে কোনও অসুবিধে হয় না। পেটেরও কোনও সমস্যা হয় না বলে দাবি তাঁর। এর জন্য প্লেট-প্রতি মাত্র ৩০০ টাকা করে বেশি লেগেছে বলে জানিয়েছেন ওই ক্যাটারার।


# The latest viral video that’s leaving people speechless is of a meal during a wedding ritual in Hyderabad, where the caterer decided to lay out gold leaves on the rice served during the Aratti Akku Bhojanam - the meal served on plantain leaves.

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল