অ্যাপশহর

নিরাপত্তায় বিরাট ফাঁক: নমো-ইভাঙ্কার ডিনারের CCTV ফুটেজ লাইভ চলল TV-তে

নিরাপত্তার বড়সড় ফাঁক প্রকাশ্যে চলে আসায় বিতর্কের মুখে পড়তে হল তেলেঙ্গানা পুলিশকে।

EiSamay.Com 1 Dec 2017, 11:41 am
এই সময় ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক উদ্যোগপতি সম্মেলন নিয়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল হায়দরাবাদে। তবু নিরাপত্তার বড়সড় ফাঁক প্রকাশ্যে চলে আসায় বিতর্কের মুখে পড়তে হল তেলেঙ্গানা পুলিশকে। মঙ্গলবার মার্কিন প্রেডিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা তথা পরামর্শদাতা ইভাঙ্কা ট্রাম্প-সহ অন্যান্য অতিথিদের নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফলকনুমা প্যালেস হোটেলে যে বিশেষ নৈশভোজের আয়োজন করেছিলেন, তার সিসিটিভি ফুটেজ লাইভ সম্প্রচারিত হল বিভিন্ন স্থানীয় টিভি চ্যানেলে।
EiSamay.Com hotel security breach modi ivanka dinners cctv feed goes live on tv
নিরাপত্তায় বিরাট ফাঁক: নমো-ইভাঙ্কার ডিনারের CCTV ফুটেজ লাইভ চলল TV-তে


নিরাপত্তার এই বিরাট ফাঁক নজরে আসে যখন জাতীয় সংবাদমাধ্যমগুলিতে বিভিন্ন তেলুগু চ্যানেলের লাইভ ফিড সম্প্রচারিত করা হয়। রাত ৯.৪৫-এ সেই ফিডে দেখা যায় একটি সোফায় বসে একে-অপরের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ও দুই তেলুগু রাজ্যের রাজ্যপাল ইএসএল নরসিমহন। এই নৈশভোজের অনুষ্ঠানে সংবাদমাধ্যমের প্রবেশ ছিল নিষিদ্ধ। তা সত্ত্বেও হোটেলের ভেতরের সিসিটিভি ফুটেজ বিভিন্ন চ্যানেলে সম্প্রচারিত হওয়ায় একে হাল্কাভাবে নেয়নি প্রধানমন্ত্রীর দপ্তর। স্পেশ্যাল প্রোটেকশন গ্রুপকে সতর্ক করে PMO। সঙ্গে তেলেঙ্গানা পুলিশকে বলে লাইভ সম্প্রচার বন্ধ করার ব্যবস্থা করে SPG। জনসংযোগ আধিকারক, ব্যক্তিগত সচিব ও শীর্ষ পুলিশকর্তারা সঙ্গে টিভি চ্যানেলগুলিকে CCTV-র ফুটেজের লাইভ সম্প্রচার বন্ধ করতে বলে।

গোটা বিষয়টির তদন্ত করে জানা গিয়েছে, শহরের নগরপালের অফিসের কম্যান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার থেকেই লাইভ সম্প্রচার করা হয়েছে। যখন নৈশভোজ চলছিল, তখন কম্যান্ড অ্যান্ড কন্ট্রোলে কয়েকটি টিভি চ্যানেলের সাংবাদিককে ঢোকার নির্দেশ দিয়েছিলেন কয়েকজন শীর্ষ পুলিশকর্তাই।

খবরটি ইংরেজিতে পড়ুন

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল