অ্যাপশহর

টাকার জন্যে রোগী আটকে রাখা যাবে না, রায় হাইকোর্টের

হাসপাতালের বিল পুরোপুরি না মেটানো পর্যন্ত রোগীদের প্রায় আটক করে রাখার যে ট্রেন্ড এখন দেখা যাচ্ছে তার তীব্র নিন্দা করে দিল্লি হাইকোর্ট রায় দিয়েছে বকেয়া বিলের কারণে কোনও রোগীকে আটক করে রাখা যাবে না।

EiSamay.Com 27 Apr 2017, 10:57 am
এই সময় ডিজিটাল ডেস্ক: হাসপাতালের বিল পুরোপুরি না মেটানো পর্যন্ত রোগীদের প্রায় আটক করে রাখার যে ট্রেন্ড এখন দেখা যাচ্ছে তার তীব্র নিন্দা করে দিল্লি হাইকোর্ট রায় দিয়েছে বকেয়া বিলের কারণে কোনও রোগীকে আটক করে রাখা যাবে না। বুধবার দিল্লির একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে ওঠা কেসের রায় ঘোষণার সময়েই এই নির্দেশ দিয়েছে আদালত।
EiSamay.Com hospitals cant hold patients hostage for unpaid bills delhi high court
টাকার জন্যে রোগী আটকে রাখা যাবে না, রায় হাইকোর্টের


বিচারপতি বিপীন সাঙ্ঘি এবং দীপা শর্মার একটি বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে বিল মেটানো হোক বা না হোক রোগী সুস্থ হয়ে গেলে অথবা অসুস্থ রোগীকে তাঁর পরিবারের লোক অন্যত্র নিয়ে যেতে চাইলে তাকে জোর করে আটকে রাখা যাবে না। রোগী আটকে বয়েকা বিল আদায় করার ‘মোডাস অপারেন্ডি’ কখনওই সমর্থনযোগ্য নয়। মধ্য দিল্লির গঙ্গা রাম হাসপাতালকে হাইকোর্ট জানিয়ে দিয়েছে তাদের এই ব্যবহার আদালত মেনে নেবে না। যে রোগীকে কেন্দ্র করে অভিযোগ উঠেছিল তাঁকে অবিলম্বে রিলিজ করার নির্দেশ দেওয়া হয়েছে হাসপাতালকে।


দিল্লির রাজ্য সরকারের সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সেল রাহুল মেহরাও হাসপাতালগুলির এই ব্যবহারের কথা স্বীকার করে নিয়েছেন।

যাঁকে কেন্দ্র করে আদালতের এই রায় তিনি মধ্যপ্রদেশ পুলিশের প্রাক্তন কর্মী। এন্টারোকিউটেনিয়াস ফিসচুলার সমস্যা তিনি ভর্তি হয়েছিলেন। তাঁর ছেলের অভিযোগ অন্যায্য টাকার দাবিতে তাঁর বাবাকে আটক করে রাখে হাসপাতাল। তাঁদের কাছে ১৩.৪৫ লাখ টাকার দাবি করা হয় কিন্তু চিকিত্সাের বেলায় হাসপাতালের চরম গাফিলতি দেখা যায়। পরে পুলিশে নালিশ করার পরে ২১ এপ্রিল অস্ত্রপচার করা হয় রোগীর।

খবরটি ইংরেজিতে পড়তে CLICK করুন

# Hospitals cannot hold patients "hostage" to extract money for unpaid bills, the Delhi High Court today told a premier private city hospital for allegedly withholding custody of a patient over outstanding dues.

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল