অ্যাপশহর

সেলেব্রিটির মরদেহের সঙ্গে সেলফি, চাকরি গেল হাসপাতালের স্টাফদের!

বুধবার পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তেলুগু দেশম পার্টি (TDP)-র প্রতিষ্ঠাতা এনটি রামা রাওয়ের ছেলে নান্দামুরি হরিকৃষ্ণের।

EiSamay.Com 31 Aug 2018, 10:00 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: অভিনেতা-রাজনীতিক নান্দামুরি হরিকৃষ্ণের মৃতদেহের সঙ্গে সেলফি তোলার অপরাধে চার কর্মীকে বরখাস্ত করল হায়দরাবাদের কামিনেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
EiSamay.Com Harikrishna


বুধবার পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তেলুগু দেশম পার্টি (TDP)-র প্রতিষ্ঠাতা এনটি রামা রাওয়ের ছেলে নান্দামুরি হরিকৃষ্ণের। চারদিকে শোকের আবহের মধ্যেই তেলেঙ্গানার নালগোন্দার ওই হাসপাতালের চার কর্মী মরদেহের সঙ্গে সেলফি তুলে, তা সোশ্যালে পোস্ট করলে, ভাইরাল হয়ে যায়।

ফ্রেমবন্দি ছবিটিতে দেখা যাচ্ছে এক ওয়ার্ড বয় ছবি তুলেছেন। ছবির ফ্রেমে মৃতদেহের সঙ্গে ধরা রয়েছে আর এক ওয়ার্ড গার্ল এবং দু-জন নার্স।

হাসপাতালের একটি সূত্রের খবর, ডাক্তাররা নান্দামুরি হরিকৃষ্ণকে বাঁচাতে ব্যর্থ হওয়ার, কয়েক মিনিটের মধ্যেই ওই ছবিটি তোলা। ওই সেলফিকে কেন্দ্র করে সর্বত্র সমালোচনা হওয়ায়, হাসপাতাল কর্তৃপক্ষ শুক্রবার ওই চার জনের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করে। চার কর্মীকেই চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে।

নান্দামুরি হরিকৃষ্ণ রাজ্যসভার প্রাক্তন সদস্য ও অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মন্ত্রী। বুধবার একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে নালগোন্দা হাইওয়েতে দুর্ঘটনার কবলে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল