অ্যাপশহর

হুরিয়ত নেতাদের মুন্ডু কেটে লালচকে ঝোলানোর হুমকি হিজবুলের

কাশ্মীরের লড়াইকে 'ধর্মীয়' না বলে 'রাজনৈতিক' বলে উল্লেখ করায়, বিচ্ছিন্নতাবাদী হুরিয়ত নেতাদের মাথা কেটে নেওয়ার হুমকি দিল শীর্ষ স্থানীয় এক হিজবুল মুজাহিদিন নেতা।

EiSamay.Com 12 May 2017, 9:59 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: কাশ্মীরের লড়াইকে 'ধর্মীয়' না বলে 'রাজনৈতিক' বলে উল্লেখ করায়, বিচ্ছিন্নতাবাদী হুরিয়ত নেতাদের মাথা কেটে নেওয়ার হুমকি দিল শীর্ষ স্থানীয় এক হিজবুল মুজাহিদিন নেতা। হিজবুলের দাবি, কাশ্মীরকে 'ইসলামিক স্টেট' বানাতেই তাদের 'ধর্মীয় লড়াই' চলছে। এটা কোনও রাজনৈতিক সংগ্রাম নয়।
EiSamay.Com hizbul threatens to behead hurriyat leaders hang their heads in lal chowk for calling kashmir struggle political
হুরিয়ত নেতাদের মুন্ডু কেটে লালচকে ঝোলানোর হুমকি হিজবুলের


বিচ্ছিন্নতাবাদী সংগঠন হুরিয়তের নেতাদের অতীতে এ ধরনের হুমকির মুখে পড়তে হয়নি। বরং, আন্দোলনকারীদের প্রতিনিধি হয়ে তাঁরা কখনও কেন্দ্র, কখনও আবার রাজ্য সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে গিয়েছেন। যদিও, বর্তমান কেন্দ্রীয় সরকার হুরিয়ত নেতাদের সঙ্গে কাশ্মীর ইস্যুতে কথা বলতে অনাগ্রহী।

সূত্রের খবর, মোবাইলে ভিডিয়ো ক্লিপ পাঠিয়েই হুরিয়ত নেতাদের খুনের হুমকি দেওয়া হয়েছে। হুমকির পাশাপাশি একই ভিডিয়ো ক্লিপে রয়েছে ইসালাম ও শরিয়ত নিয়ে নানা উদ্ধৃতির একটি মন্তাজ। লোকাল হিজবুল মুজাহিদিন কম্যান্ডার জাকির মুসাই এই হুমকি দিয়েছে বলে খবর।

খুনের হুমকির পাশাপাশি গোটা ভিডিয়ো জুড়ে হুরিয়ত নেতাদের কখনও ভণ্ড, কখনও কাফের, কখনও আবার অশুভ শক্তির অনুসারী হিসেবে উল্লেখ করা হয়েছে। ভিডিয়োয় স্পষ্ট করেই বলা হয়, কাশ্মীরকে 'ইসলামিক স্টেট' বানানোর ক্ষেত্রে কোনওভাবে বাধা সৃষ্টি করলে, হুরিয়ত নেতাদের মাথা কেটে ফেলা হবে। শুধু মাথা কাটাই নয়, সেই ছিন্ন মস্তক ঝালানো হবে শ্রীনগরের লালচকে।

সম্প্রতি হুরিয়ত নেতা সৈয়দ আলি শাহ গিলানি এবং তাঁর দুই সহযোগী মিরওয়াজ উমর ফারুক এবং ইয়াসিন মালিক বলেন, কাশ্মীরের মুক্তির লড়াইয়ের সঙ্গে আইসিস বা আল-কায়দার কোনও যোগ নেই। স্পষ্ট করেই ওই তিন নেতা জানিয়ে দেন, তাঁদের রাজনৈতিক লড়াইয়ে আইসিস বা আল-কায়দার মতো সংগঠনের ভূমিকা খোঁজার মানে হয় না। সন্ত্রাস ও স্বাধীনতার লড়াই এক নয়।

হুরিয়ত নেতাদের এই বক্তব্যের প্রেক্ষিতেই সরাসরি খুনের হুমকি বলে মনে করা হচ্ছে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল