অ্যাপশহর

কাশ্মীরে পুলিশের 'ইনফরমার' সন্দেহে খুন সরকারি শিক্ষক

পুলিশের অবশ্য দাবি, নিছক সন্দেহের বশেই খুন করা হয়েছে আইজাজকে। ওই সরকারি শিক্ষক কখনোই পুলিশ বা বাহিনীর ইনফরমার ছিলেন না।

EiSamay.Com 19 Oct 2017, 10:34 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: হিজবুল মুজাহিদিনের সন্ত্রাসবাদীদের হাতে খুন হলেন কাশ্মীরের এক সরকারি স্কুলের শিক্ষক। পুলিশের 'ইনফরমার' সন্দেহেই গলার নলি কেটে করা হয়েছে ওই আইজাজ আহমেদ লোন নামে ওই শিক্ষককে।
EiSamay.Com hizbul militants kill teacher in jk for being informer
কাশ্মীরে পুলিশের 'ইনফরমার' সন্দেহে খুন সরকারি শিক্ষক


শিক্ষকের মৃতদেহের পাশ থেকে পুলিশ একটি চিরকূট উদ্ধার করে। জনগণের উদ্দেশে তাতে হুমকির সুরে লেখা, পুলিশ বা নিরাপত্তারক্ষীর ইনফরমারের কাজ করলে, ভবিষ্যতে তাঁদেরও একই পরিণতি হবে।

পুলিশের অবশ্য দাবি, নিছক সন্দেহের বশেই খুন করা হয়েছে আইজাজকে। ওই সরকারি শিক্ষক কখনোই পুলিশ বা বাহিনীর ইনফরমার ছিলেন না।



পুলিশ সূত্রে খবর, বুধবার দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান থেকে অপহরণ করে, বাড়ির অদূরে আইসিসের কায়দায় প্রকাশ্যে গলার নলি কেটে শিক্ষককে খুন করেছে হিজবুলের সন্ত্রাসবাদীরা। পরে, স্থানীয় একটি খেলার মাঠে দেহ ফেলে যায়।

শিক্ষকের বাড়ির লোকেরা পুলিশকে জানিয়েছেন, বুধবার মাঝরাতে তিনজন বন্দুকধারী তাঁদের বাড়িতে ঢুকেছিল। তারাই আইজাজকে তুলে নিয়ে যায়। ঘণ্টা দুয়েকের মধ্যে তাঁর নিথর রক্তাক্ত দেহ উদ্ধার হয়।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল