অ্যাপশহর

হিন্দুনেতা খুনে নয়া মোড়! সীতাপুরের বিজেপি নেতাই খুনি, দাবি মায়ের

উত্তরপ্রদেশ পুলিশের প্রধান ওপি সিং এদিন সাংবাদিকদের জানান, হিন্দুনেতা খুনে জড়িত সন্দেহে মৌলনা শেখ সেলিম, ফৈজান ও রশিদ পাঠান নামে তিন জনকে গুজরাট পুলিশ সুরাট থেকে গ্রেফতার করেছে। এ ছাড়া বিজনৌর থেকে আরও ২ মৌলবী গ্রেফতার হয়েছে।

EiSamay.Com 19 Oct 2019, 11:50 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: লখনউয়ের হিন্দু মহাসভা নেতা কমলেশ তিওয়ারির খুনে জড়িত সন্দেহে ইতিমধ্যেই পাঁচ জনকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। ধৃতদের মধ্যে দুই মৌলবীও রয়েছে। কিন্তু, কমলেশের পরিবার পুলিশের এই ভূমিকায় সন্তুষ্ট নয়। নিহত হিন্দুনেতার পরিবার কমলেশ খুনে বিজেপিকেই এদিন কাঠগড়ায় তুলল। শনিবার কমলেশ তিওয়ারির পরিবারের সদস্যদের তরফে দাবি করা হয়েছে, হিন্দুনেতার খুনে হাত রয়েছে বিজেপির এক নেতার। শিবকুমার গুপ্তা নামে ওই বিজেপির ওই নেতাকে যাতে দ্রুত গ্রেফতার করা হয়, পুলিশের কাছে সেই আর্জি জানিয়েছেন নিহতের পরিবারের সদস্যরা। তাঁরা প্রকাশ্যেই দাবি করেন, কমলেশ খুনের জন্য শিবকুমার দায়ী।
EiSamay.Com News


উত্তরপ্রদেশ পুলিশের প্রধান ওপি সিং এদিন সাংবাদিকদের জানান, হিন্দুনেতা খুনে জড়িত সন্দেহে মৌলনা শেখ সেলিম, ফৈজান ও রশিদ পাঠান নামে তিন জনকে গুজরাট পুলিশ সুরাট থেকে গ্রেফতার করেছে। এ ছাড়া বিজনৌর থেকে আরও ২ মৌলবী গ্রেফতার হয়েছে।

হিন্দুনেতার খুনিদের মুণ্ডচ্ছেদ করলেই পুরস্কার ₹১ কোটি, ঘোষণা শিবসেনার

যোগীরাজ্যের পুলিশ এদিন পাঁচ জনকে গ্রেফতারের পর দাবি করে, হিন্দুনেতার খুনের কিনারা তারা করে ফেলেছে। ২০১৫ সালে হজরত মহম্মদকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করেছিলেন কমলেশ তিওয়ারি। সেই ঘটনার জেরেই তাঁকে খুন করা হয়।

এই ঘটনায় পুলিশ যে পাঁচ জনকে গ্রেফতার করে, তার মধ্যে সুরাটের বাসিন্দা বছর একুশের ফৈজানকেই খুনের মূল চক্রান্তকারী হিসেবে উল্লেখ করা হয়। ডিজিপির কথায়, খুনের পরিকল্পনা ফৈজানেরই। সে-ই সুরাট থেকে মিষ্টির খালি বাক্স কিনে এনেছিল। সেই মিষ্টিরবাক্সে লুকিয়েই তারা পিস্তল ও ছোরা এনেছিল।

গান্ধী ১৫০: মোদীর মুখোমুখি বলিউডের মহাতারকারা, দেখুন VDO

প্রাথমিক তদন্তের উল্লেখ করে পুলিশ কর্তা আরও জানান, এই খুনের সঙ্গে জঙ্গিযোগ নেই। তেমন কোনও যোগসূত্র আমাদের হাতে আসেনি। এখনও পর্যন্ত আমাদের যা মনে হয়েছে, কয়েক বছর আগে করা আপত্তিজনক মন্তব্যের কারণেই তিনি খুন হয়েছেন। এই খুনের সঙ্গে স্থানীয় কারও যোগ রয়েছে কি না, পুলিশ তা-ও দেখছে।

তবে, কমলেশ তিওয়ারির মায়ের এদিনের এক মন্তব্যে এই হত্যা মামলায় নয়া মোড় নিয়েছে। বৃদ্ধা জানান, লখনউ থেকে ৯০ কিলোমিটার দূরে সীতাপুরের এক বিজেপি নেতাই তাঁর ছেলের খুনের নেপথ্যে রয়েছেন। পুলিশের উদ্দেশে বৃদ্ধা আরও বলেন, 'আপনারা যে কাউকে গ্রেফতার করতেই পারেন। এমনকী ফাঁসিতেও ঝোলাতে পারেন। কিন্তু, আমি জানি, শিবকুমার গুপ্তা (বিজেপি নেতা) আমার ছেলেকে খুন করেছে।'

সূত্রের খবর, সীতাপুরের মহম্মদপুর এলাকার একটি মন্দিরের মালিকানা নিয়ে তিওয়ারি ও গুপ্তার মধ্যে অশান্তি ছিল। আদালতে বিষয়টি বিচারাধীন অবস্থায় ছিল। তার মধ্যেই শুক্রবার লখনউয়ে কমলেশ তিওয়ারিকে খুন করা হয়। পুলিশ জানাচ্ছে, গেরুয়া পোশাক পরে থাকা ২ জন কমলেশ তিওয়ারিকে লক্ষ্য করে ওপেন ফায়ার করে। ঘটনাটি ঘটে খুরশিদবাগ এলাকায়, তিওয়ারির অফিসে। ঘটনাস্থলেই নিহত হন ওই বিজেপি নেতা।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল