অ্যাপশহর

জাপানের তৈরি এই মেশিনেই 'বিশুদ্ধিকরণ' হচ্ছে দিল্লি!

দিল্লির হটস্পটগুলিকে স্যানিটাইজড করার জন্য দিল্লিতে ব্যবহার করা হচ্ছএ জাপানের অত্যাধুিক মেশিন। যটি অলিতে-গলিতে সটান ঢুকে গিয়ে বিশুদ্ধিকরণ ঘটাচ্ছে। দেখে নিন সেই মেশিনের ছবিগুলি.....

EiSamay.Com 14 Apr 2020, 5:19 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: লকডাউনের মধ্যেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ফলে চিন্তার শেষ নেই সরকার থেকে চিকিত্‍সকমহলে। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। পিছিয়ে নেই দিল্লিও। দেশের রাঝধানীতে করোনা বিরুদ্ধে লড়াই করতে আসরে নামল এবার জাপানের অত্যাধুনিক স্যানিটাইজড মেশিন।
EiSamay.Com delhi-sanitisation
দিল্লির রাস্তায় ঘুরছে জাপানের সেই মেশিন


দিল্লির রাজিন্দর নগর এলাকায় এবার সেই জাপানি মেশিনের দেখা মিলল এদিন। মুখ্যমন্ত্রী অঅরবিন্দ কেজরিওাল আগেই ঘোষণা করেছিলেন, হটস্পটগুলিকে স্যানিটাইজড করার জন্য ৬০টি মেশিন আনা হয়েছে। যার মধ্যে ১০টি হল জাপানের বিশেষ মেশিন।

রেড ও অরেঞ্জ জোনের মধ্যে যে যে এলাকাগুলি পড়েছে, সেগুলির স্যানিটাইজড করা হবে প্রথমে। তারপর গোটা শহরটিই স্যানিটাইড করা হবে।



এই মেশিনের বিশেষত্ব হল, এটি খুব হাল্কা ওজনের গাড়ি। খুব সহজেই অলি-গলিতে ঢুকে পড়তে পারে। স্যানিটাইজের জন্য এই গাড়িতে পিপিএম সোডিয়াম হাইপোক্লোরাইট সলিউশন ভর্তি করা যায়। অনেকটা জায়গা জুড়ে এই বিশেষ মেশিন গাড়িটি স্যানিটাইজড করতে পারে।

এখনও পর্যন্ত দিল্লিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁডিয়েছে ১১৫৪। তাদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৭জন। মৃত বেড়ে ২৪।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল