অ্যাপশহর

ভারী বর্ষণে বিহারে মৃত ৪১, ভাসছে উত্তরবঙ্গও

গত তিন দিন ধরে টানা বর্ষণের জেরে বিহারের কিছু অংশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এ পর্যন্ত মারা গিয়েছেন ৪১ জন। খুবই খারাপ অবস্থা অসম ও উত্তরবঙ্গেরও।

EiSamay.Com 14 Aug 2017, 11:27 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: গত তিন দিন ধরে টানা বর্ষণের জেরে বিহারের কিছু অংশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এ পর্যন্ত মারা গিয়েছেন ৪১ জন। খুবই খারাপ অবস্থা অসম ও উত্তরবঙ্গেরও। স্বাভাবিক জীবন বিপর্যস্ত। ভারী বর্ষণে উত্তরপূর্বের সঙ্গে বাকি দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। অরুণাচলপ্রদেশের অবস্থাও সঙ্গিন। জায়গায় জায়গায় ধস নামার কারণে সড়ক যোগাযোগে সমস্যা হচ্ছে।
EiSamay.Com heavy rains kill 41 in bihar flood bengal and northeast train services disrupted
ভারী বর্ষণে বিহারে মৃত ৪১, ভাসছে উত্তরবঙ্গও


হেলিকপ্টারে রাজ্যের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণের পর বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানিয়েছেন, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আরারিয়া জেলা। এ ছাড়াও কিষাণগঞ্জ, পূর্ণিয়ার তিনটি ব্লক এবং কাটিহারের একটি ব্লকের রাস্তাঘাট ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

নীতীশ জানান, নেপাল ও বিহারে গত তিন দিন ধরে ভারী বর্ষণের কারণেই পরিস্থিতি খারপ হয়েছে। যুদ্ধকালীন তত্‍‌পরতায় দুর্গতদের জন্য ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের প্রধানসচিব জানিয়েছেন, বিহারে বন্যায় এ পর্যন্ত ৪১ জন মারা গিয়েছেন।

রাজ্যের বন্যাপরিস্থিতি নিয়ে সোমবার ফোনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথাও বলেছেন নীতীশ কুমার। প্রধানমন্ত্রী সহযোগিতার আশ্বাস দিয়েছেন। কথা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং অর্থ ও প্রতিরক্ষা দফতরের মন্ত্রী অরুণ জেটলির সঙ্গেও।

এদিকে, উত্তর-পূর্বাঞ্চল ফ্রন্টিয়ার রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক প্রণবজ্যোতি শর্মা জানিয়েছেন, গত ৭২ ঘণ্টায় পশ্চিমবঙ্গ, বিহার, অসম ও অন্যান্য উত্তরপূর্ব রাজ্যগুলিতে ভারী বর্ষণের কারণে ট্রেন পরিষেবা বিঘ্নিত হচ্ছে। কাটিহার ও আলিপুরদুয়ার ডিভিশনের বিভিন্ন জায়গায় রেললাইনে জল দাঁড়িয়ে রয়েছে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল