অ্যাপশহর

টিকিট কনফার্ম হয়নি? ওয়েটিংলিস্টের যাত্রীদের জন্য এবার থাকছে বিকল্প ট্রেন

টিকিট শেষ পর্যন্ত কনফার্ম হয়নি? নাম ওয়েটিং লিস্টে? কোনও চিন্তা নেই। এবার আপনার যাত্রার জন্য বিকল্প ট্রেনের ব্যবস্থা করতে চলেছে ভারতীয় রেলওয়ে।

EiSamay.Com 22 Mar 2017, 3:43 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: টিকিট শেষ পর্যন্ত কনফার্ম হয়নি? নাম ওয়েটিং লিস্টে? কোনও চিন্তা নেই। এবার আপনার যাত্রার জন্য বিকল্প ট্রেনের ব্যবস্থা করতে চলেছে ভারতীয় রেলওয়ে। ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে রেলের বিকল্প পরিষেবা। কোনও মেল বা এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটার সময় যাত্রী যদি প্রয়োজনে বিকল্প ট্রেনে সফর করার ইচ্ছেপ্রকাশ করেন, তবে ওয়েটলিস্টে থাকা যাত্রীদের ওই একই গন্তব্যের রাজধানী বা শতাব্দী এক্সপ্রেসে যাত্রার সুযোগ করে দেওয়া হবে। এজন্য একটা পয়সাও বাড়তি গুনতে হবে না।
EiSamay.Com express trains you can now travel in rajdhani shatabdi from april 1
টিকিট কনফার্ম হয়নি? ওয়েটিংলিস্টের যাত্রীদের জন্য এবার থাকছে বিকল্প ট্রেন


গুরুত্বপূর্ণ রুটগুলিতে রাজধানী, শতাব্দী, দুরন্ত ও অন্যান্য বিশেষ পরিষেবার ট্রেনগুলি যাতে ফাঁকা আসন নিয়ে যাত্রা না করে, সেজন্যই বিকল্প প্রকল্প চালু করতে চলেছে রেল। বিভিন্ন কারণে টিকিট বাতিলের জন্য রেলকে বছরে ৭,৫০০ কোটি টাকা যাত্রীদের ফেরত দিতে হয়।

এই প্রকল্পকে যাত্রীবান্ধব হিসেবে উল্লেখ করে রেলের এক উচ্চপদস্থ কর্তা বলেছেন, 'আমরা দুটি লক্ষ্য নিয়ে এই প্রকল্প শুরু করছি। ওয়েটলিস্টেড যাত্রীদের সফর নিশ্চিত করা ও খালি বার্থগুলির যথাযথ ব্যবহারই আমাদের মূল উদ্দেশ্য।'

বর্তমানে শুধুমাত্র অনলাইনে টিকিট কাটলেই এই পরিষেবা পাওয়া যাবে। তবে, ভবিষ্যতে যাতে কাউন্টার থেকে টিকিট কাটার ক্ষেত্রেও এই সুবিধা দেওয়া যায়, সেজন্য সফটওয়্যারের কাজ চলছে বলে জানানো হয়েছে।

টিকিট কনফার্ম না হলে ওই সময়ে একই রুটের বিকল্প ট্রেনে আপনি যেতে ইচ্ছুক বলে জানালে SMS-এ আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার যাত্রা নিশ্চিত। এরপর ওয়েটিং লিস্টের যাত্রীদের নাম বিকল্প ট্রেনের গায়ে লাগিয়ে দেওয়া হবে।

#Starting April 1, passengers will be able to avail the opportunity of travelling in Rajdhani or Shatabdi trains even if they had booked tickets in other mail/express trains for the same destinations.

#Railways is launching a new scheme from April as part of which wait-listed passengers can get confirmed accommodation in the next alternative train if they opt for the same while booking their tickets.

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল