অ্যাপশহর

হরিয়ানায় জোরালো বয়লার বিস্ফোরণে নিহত ৩, জখম ৩০

ঝজ্জরের শিল্পতালুকের এক বেসরকারি কারখানার বয়লার ফেটে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত ৩০ জনের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের তীব্রতায় কারখানার একটি বিল্ডিং হুড়মুড়িয়ে ধসে পড়ে। উদ্ধারকাজ চালাতে এনডিআরএফ ডাকা হয়েছে।

EiSamay.Com 29 Feb 2020, 12:13 am
এই সময় ডিজিটাল ডেস্ক: হরিয়ানার ঝজ্জরে শুক্রবার বয়লার বিস্ফোরণে কমপক্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। জখম আরও ৩০ জন। সংবাদ সংস্থা সূত্রে খবর, ঝজ্জরের বাহাদুরগড় শিল্প এলাকার একটি বেসরকারি রাসায়নিক কারখানায় এই দুর্ঘটনা ঘটে। বয়লার বিস্ফোরণের তীব্রতায় ওই কারখানার একটি ভবন ভেঙে পড়লে, সেই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে সেখানকার ৩ শ্রমিক মারা যান। ওই কারখানা লাগোয়া পাশের আরও চারটি কারখানাতেও বিস্ফোরণ থেকে আগুন ধরে যায়।
EiSamay.Com Blast


ঝজ্জরের ডেপুটি কমিশনার (ডিসি) জিতেন্দ্র কুমার জানান, শুক্রবার বিকেল ৩টে নাগাদ বাহাদুরগড় শিল্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কারখানার তিন শ্রমিকের মৃত্যুর খবর তিনি নিশ্চিত করেন। জখম আরও ৩০ জনের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানিয়েছেন। আহতদের মধ্যে কারখানার শ্রমিক ছাড়াও ওই এলাকার লোকজনও রয়েছেন। আহতদের মধ্যে ১৫ জন বাহাদুরগড়ের সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। এক জনের অবস্থা অত্যন্ত সংকটজনক হওয়ায়, সেখানকার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিত্‍‌সার পর ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি জানান, পুলিশ ও দমকলের একটি টিম যৌথ ভাবে উদ্ধারকাজ চালায়। ধ্বংসস্তূপের নীচে আর কেউ চাপা পড়ে নেই বলে নিশ্চিত করেছেন পুলিশকর্তা। এনডিআরএফকেও সেখানে ডাকা হয়েছে। তবে, দমকলের এক আধিকারিক জানান, ধ্বংসস্তূপের নীচে আরও আটকে থাকার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার জন্য তাঁরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল