অ্যাপশহর

জল বরবাদ করলে ৩ মাসের জেল হরিয়ানায়

জল অপব্যবহার করলে এবার শাস্তির মুখে পড়তে হতে পারে।

EiSamay.Com 5 May 2016, 4:51 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: জল অপব্যবহার করলে এবার শাস্তির মুখে পড়তে হতে পারে। বাড়ির জল রাস্তায় পড়ে তা রাস্তা নষ্ট করে দিলে, হতে পারে ৩ মাসের কারাদণ্ড। দিতে হতে পারে ১০,০০০ টাকা জরিমানা। এমনই কড়া আইন আনতে চলেছে হরিয়ানা সরকার।
EiSamay.Com haryana mulls jail term for water wastage
জল বরবাদ করলে ৩ মাসের জেল হরিয়ানায়


আধিকারিকরা বলছেন, গাড়ি ধোয়ানো, বাড়ির নোংরা জল রাস্তায় ফেলা, মিষ্টির দোকানের ধোয়াধুয়ির জল - এসবের জন্য গ্রামের রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হচ্ছে। সেজন্য নয়া আইন আনতে চলেছে সরকার। কেউ বালতি করে জল রাস্তায় ছুড়ে ফেললেও এই আইনে তাঁকে শাস্তির মুখে পড়তে হতে পারে।

রাজ্যের PWD মন্ত্রী রাও নারবীর সিং জানিয়েছেন, খুব শিগগিরই এ বিষয়ে আইন আনতে চলেছে রাজ্য সরকার। শহরে শহরে নজরদারির জন্য তৈরি করা হচ্ছে মনিটরিং সেল। প্রচার করা হবে একটি হোয়াটসঅ্যাপ নম্বর। এই নম্বরে যে কেউ যেকোনও সময় অভিযোগ জানাতে পারবেন। এই প্রকল্পে খরচ হবে ৩ কোটি টাকা।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল