অ্যাপশহর

রাজ্যসভার ডেপুটি-চেয়ারম্যান পদে ভোট, তৈরি ২ শিবির

রাজ্যসভার মোট সদস্য সংখ্যা ২৪৪।

EiSamay.Com 8 Aug 2018, 11:35 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার রাজ্যসভার ডেপুটি-চেয়ারম্যান পদে নির্বাচন। ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে এই ভোট জাতীয় রাজনীতিতে বিশেষ গুরুত্ব পাচ্ছে।
EiSamay.Com সংসদ ভবন
সংসদ ভবন


রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে জেডি(ইউ) সাংসদ হরিবংশকে প্রার্থী করেছে এনডিএ। অন্যদিকে, কংগ্রেসের নেতা বিকে হরিপ্রসাদকে প্রার্থী করেছে ঐক্যবদ্ধ বিরোধী শিবির। এই ভোটে তাঁদের প্রার্থীর জয় নিয়ে নিশ্চিত শাসক গৈরিক শিবির। রাজ্যসভার ২৪৪ জন সদস্যের মধ্যে তাঁদের পক্ষে ১২৬ জনের সমর্থন আছে বলে বিজেপি নেতাদের দাবি। যদিও শেষ মুহূর্তের অঙ্কে বড় কোনও চমকের আশায় বিরোধী শিবির।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। ইতোমধ্যে এনডিএ-র অন্যতম শরিক শিবসেনা এবং শিরোমণি অকালি দল এনডিএ প্রার্থী হরিবংশকে সমর্থনের কথা ঘোষণা করেছে। এছাড়া বিজেডি, এআইএডিএমকে এবং টিআরএস-এর সমর্থন এনডিএ প্রার্থীর দিকে থাকবে।

অন্যদিকে, কংগ্রেস, তৃণমূল, ডিএমকে, বাম, সপা, বসপা, এনসিপি এবং টিডিপি-সহ অন্য বিরোধী দলগুলিকে নিয়ে গঠিত হয়েছে বিরোধী জোট।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল