অ্যাপশহর

কোথায় তিনি? ১৮ জানুয়ারি থেকে খোঁজ মিলছে না হার্দিক প্যাটেলের

গুজরাতে পতিদারদের কোটার দাবিতে আন্দোলন উসকে দিয়েছিলেন হার্দিক। এই আন্দোলনের জেরে পদত্যাগ করতে হয় তৎকালীন মুখ্যমন্ত্রী আনন্দীবেন প্যাটেলকে, বলা হয়, পতিদার বিক্ষোভ তিনি ঠিকমত সামলাতে পারছেন না। হার্দিকের স্ত্রী কিঞ্জল বলেছেন, ২০১৫-র একটি রাষ্ট্রদ্রোহ সংক্রান্ত মামলায় ১৮ জানুয়ারি হার্দিককে গ্রেফতার করা হয়। তারপর থেকে তাঁর খোঁজ নেই।

EiSamay.Com 14 Feb 2020, 9:54 am
এই সময় ডিজিটাল ডেস্ক: প্রায় এক মাস হতে চলল, খোঁজ পাওয়া যাচ্ছে না গুজরাত কংগ্রেসের নেতা হার্দিক প্যাটেলের। পতিদার আনামত আন্দোলন সমিতির এক অনুষ্ঠানে এই দাবি করেছেন হার্দিকের স্ত্রী কিঞ্জল।
EiSamay.Com হার্দিক প্যাটেল
হার্দিক প্যাটেল



গুজরাতে পতিদারদের কোটার দাবিতে আন্দোলন উসকে দিয়েছিলেন হার্দিক। এই আন্দোলনের জেরে পদত্যাগ করতে হয় তৎকালীন মুখ্যমন্ত্রী আনন্দীবেন প্যাটেলকে, বলা হয়, পতিদার বিক্ষোভ তিনি ঠিকমত সামলাতে পারছেন না। হার্দিকের স্ত্রী কিঞ্জল বলেছেন, ২০১৫-র একটি রাষ্ট্রদ্রোহ সংক্রান্ত মামলায় ১৮ জানুয়ারি হার্দিককে গ্রেফতার করা হয়। তারপর থেকে তাঁর খোঁজ নেই। জানুয়ারির ১৮ তারিখে গ্রেফতার হওয়ার চার দিন পর জামিন পান তিনি। ফের অন্য দুটি মামলায় গ্রেফতার করা হয় তাঁকে। এই দুই মামলায় তিনি জামিন পান ২৪ তারিখ। কিন্তু আদালতে হাজিরা না দেওয়ায় ৭ ফেব্রুয়ারি ফের জারি হয় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা।

তাঁর স্ত্রী কিঞ্জলের বক্তব্য, হার্দিক কোথায় তিনি জানেন না। কিন্তু পুলিশ নিয়মিত তাঁর খোঁজে তাঁদের বাড়ি আসছে। তাঁর ঘনিষ্ঠ পতিদার নেত্রী ও বর্তমানে এনসিপিতে যোগ দেওয়া রেশমা প্যাটেল বলেছেন, রাজ্য সরকার কথা দিয়েছিল, তাঁদের বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহার করবে। সেই কথা তারা রাখেনি। দরকার পড়লে আবার দলমতনির্বিশেষে সঙ্ঘবদ্ধ হয়ে আন্দোলনে নামবেন তাঁরা।


আরও পড়ুন: পুলওয়ামা হামলার এক বছর, মানুষকে না ভোলার আর্তি শহিদ-পরিবারের

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল