অ্যাপশহর

আনলক ৪: আজ থেকে দিল্লিতে খুলে গেল জিম ও যোগ কেন্দ্র...

করোনা আতঙ্ককে পাশ কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে দিল্লি। আনলক ৪ ঘোষণা হওয়ার পর সোমবার ১৪ সেপ্টেম্বর থেকে খুলে গেল রাজধানীর বিভিন্ন জিম এবং যোগ কেন্দ্র। জানুন বিস্তারিত...

EiSamay.Com 14 Sep 2020, 11:19 am
এই সময় ডিজিটাল ডেস্ক: ২৫ মার্চ থেকে টানা বন্ধ থাকার পর করোনা আতঙ্ক কিছুটা কাটিয়ে অবশেষে সোমবার ১৪ সেপ্টেম্বর থেকে খুলছে রাজধানীর বিভিন্ন জিম এবং যোগ কেন্দ্র। এই সিদ্ধান্ত জানিয়েছে দিল্লি সরকার। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত খোলা রাখার অনুমতি পেয়েছে দিল্লির সাপ্তাহিক বাজারগুলিও। রবিবার এই মর্মে সরকারি নির্দেশ জারি করেছে অরবিন্দ কেজরিওয়াল সরকার। তবে প্রতিটি জিম এবং যোগ কেন্দ্রকে অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে কেন্দ্রীয় সরকারের জারি করা স্বাস্থ্য বিধি।
EiSamay.Com gyms, yoga centres allowed to resume operations in delhi in unlock 4 phase
দিল্লিতে খুলল জিম


উল্লেখ্য, গত সপ্তাহের মঙ্গলবার থেকে দেশজুড়ে শুরু হয়েছে Unlock 4। তারপর থেকেই ধাপে ধাপে বেশিরভাগ রাজ্যই শিথিল করেছে করোনা সংক্রান্ত নানা বাধানিষেধ। নির্দিষ্ট নিয়ম মেনে শুরু হয়েছে বার এবং হোটেলগুলিও। এছাড়াও মাদুরাইয়ের মীনাক্ষী মন্দির এবং ওডিশার কোনার্ক মন্দিরের দরজাও খুলে দেওয়া হবে। যদিও বেশিরভাগ রাজ্যই ২৯ অগস্ট কেন্দ্রের জারি করা গাইডলাইনের ভিত্তিতেই নিজেদের নির্দেশিকা তৈরি করেছে। তবে আপাতত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধই থাকবে স্কুল, কলেজ, সিনেমা হল।

অন্যদিকে করোনা আতঙ্ক কাটিয়ে, আজ থেকেই সংসদে বসতে চলেছে বর্ষাকালীন অধিবেশন। কিন্তু তার আগে প্রথামাফিক কোনও সর্বদলীয় বৈঠক করলেন না স্পিকার ওম বিড়লা। দু'দশকে এই প্রথম তা হল না। যেমন হবে না প্রশ্নোত্তর পর্বও। তবে রবিবার বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠকে সব দলের প্রতিনিধিরাই ছিলেন। সেখানে সংসদের অধিবেশনে কী কী আলোচনা হবে, তা নিয়ে কথা হয়।

আরও পড়ুন: স্থানীয় ভাবে লকডাউন নয়, কেন্দ্রের আনলক ৪ নির্দেশিকার জেরে কি রাজ্যের সঙ্গে সংঘাত?
৩০ দিন পর খুলল মায়াপুরের ইসকন, মন্দির চত্বরে মানতে হবে কোভিড প্রোটোকল
আনলক ৪: চালু হচ্ছে মেট্রো, সিনেমা-থিয়েটার বা স্কুল-কলেজ বন্ধই এবং...

শনিবার আনলক ৪-এর গাইডলাইন প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আনলক চতুর্থ পর্ব। চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আনলক ৪-এই ফের চালু হচ্ছে মেট্রো পরিষেবা। একইসঙ্গে কনটেইনমেন্ট জোনের বাইরে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা চাইলে স্কুলেও যেতে পারবেন। তবে এই পর্বে লকডাউন ঘোষণার ক্ষেত্রে বিধিনিষেধ চাপাচ্ছে কেন্দ্র। যার জেরে নতুন করে কেন্দ্র-রাজ্য সংঘাতের সম্ভাবনা তৈরি হতে পারে বলে মত রাজনৈতিক মহলের।

আনলক ৪-এর গাইডলাইনে স্পষ্ট বলা হয়েছে, কনটেইনমেন্ট জোনে যেমন লকডাউন থাকছে তা চলবে। কিন্তু কোনও রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল কনটেইনমেন্ট জোনের বাইরে ইচ্ছেমতো লকডাউন ঘোষণা করতে পারবে না। গোটা রাজ্য, জেলা, মহকুমা, শহর এমনকী গ্রামীণ স্তরেও লকডাউন জারি করা যাবে না। লকডাউন জারি করতে হলে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করতে হবে।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল