অ্যাপশহর

গুরগাঁও স্কুল হত্যাকাণ্ড: হাইকোর্টেও জামিন হল না নাবালক অভিযুক্তের

২০১৭ সালের ৮ সেপ্টেম্বর গুরগাঁওয়ের একটি বেসরকারি স্কুলের বাথরুম থেকে দ্বিতীয় শ্রেণির এক পড়ুয়ার গলাকাটা দেহ উদ্ধার হয়।

EiSamay.Com 6 Jun 2018, 10:50 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: হাইকোর্টেও খারিজ হয়ে গেল গুরগাঁওয়ের স্কুলে ৭ বছরের পড়ুয়াকে খুনের ঘটনায় ধৃত কিশোরের জামিনের আর্জি। বুধবার তাকে জামিন দিতে অস্বীকার করল পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। এর আগে জুভিনাইল জাস্টিস বোর্ড এবং গুরগাঁওয়ের দায়রা আদালত অভিযুক্ত নাবালকের জামিনের আর্জি নাকচ করে দিয়েছিল।
EiSamay.Com প্রতীকী ছবি
প্রতীকী ছবি


হাইকোর্টে দাখিল আবেদনে অভিযুক্ত নাবালকের আইনজীবী আরএস রাই জানিয়েছেন, জুভিনাইল জাস্টিস আইনে কোনও নাবলকের বিরুদ্ধে কোনও অভিযোগের দ্রুত তদন্ত ও নিষ্পত্তির কথা বলা হয়েছে। অথচ এই মামলায় নির্ধারিত ৬০ দিনের মধ্যে তদন্ত গুটিয়ে আনতে পারেনি সিবিআই। এই যুক্তিতেই তাঁর মক্কেলকে জামিন দেওয়ার দাবি করেন তিনি। এই বক্তব্যের তীব্র বিরোধিতা করে সিবিআই-য়ের আইনজীবী আদালতে জানান, খুনের মতো মারাত্মক মামলার তদন্তে তদন্তকারী সংস্থাকে ৯০ দিনের মধ্যে চার্জশিট দাখিল করতে হয় এবং এই মামলার ক্ষেত্রে সিবিআই নির্ধারিত সময়ের মধ্যেই চার্জশিট দাখিল করেছে।

দু'পক্ষের বক্তব্য শোনার পরে আদালত অভিযুক্তের জামিনের আর্জি খারিজ করে দিয়েছে। অভিযুক্ত নাবালক জামিন পাওয়ার উপযুক্ত নয় বলে বিচারপতি দয়া চৌধুরী তাঁর রায়ে উল্লেখ করেছেন।

২০১৭ সালের ৮ সেপ্টেম্বর গুরগাঁওয়ের একটি বেসরকারি স্কুলের বাথরুম থেকে দ্বিতীয় শ্রেণির এক পড়ুয়ার গলাকাটা দেহ উদ্ধার হয়। এই ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে গুরগাঁও পুলিশ প্রথমে স্কুলের বাসচালক অশোক কুমারকে গ্রেপ্তার করে। বিভিন্ন মহলের চাপে পরে মামলাটি সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়। ২২ সেপ্টেম্বর সিবিআই মামলার তদন্তভার হাতে নেয়। প্রায় দু'মাস তদন্ত চালানোর পরে চাঞ্চল্যকর এই খুনের ঘটনায় যুক্ত থাকার দায়ে স্কুলেরই এক নাবালক ছাত্রকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ৮ নভেম্বর ধৃতকে আদালতে তোলা হয়। বর্তমানে তাকে ফরিদাবাদের একটি হোমে রাখা হয়েছে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল