অ্যাপশহর

EVM থেকে মোছা হয়নি পুরনো তথ্য, গুজরাটের ৬ বুথে ফের ভোট

প্রথম দফায় গুজরাটে ভোট হয়েছিল ৯ ডিসেম্বর। তারই ৬টি বুথে ফের ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

EiSamay.Com 13 Dec 2017, 1:24 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: প্রথম দফায় গুজরাটে ভোট হয়েছিল ৯ ডিসেম্বর। তারই ৬টি বুথে ফের ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে কমিশন। ১৪ ডিসেম্বর নতুন করে ভোট হবে এই ৬ বুথে।
EiSamay.Com gujrat eection ec orders repolling in six booths on december 14
EVM থেকে মোছা হয়নি পুরনো তথ্য, গুজরাটের ৬ বুথে ফের ভোট


গুজরাটের মুখ্য নির্বাচনী আধিকারিক বি বি সোয়াইন জানিয়েছেন, ‘চারটি নির্বাচনকেন্দ্রের এই ৬টি বুথের ভোট বাতিল করা হচ্ছে কারণ EVM থেকে মক ড্রিলের পোল রেজাল্ট মুছতে ভুলে গেছিলেন প্রিসাইডিং আধিকারিকরা। যাঁদের ভুলের জন্যে এই পরিস্থিতি তৈরি হয়েছে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।’

জাম যোধপুর নির্বাচনকেন্দ্রের দুটি বুথ ধুন্দা এবং মানপার, উনা কেন্দ্রের বান্ধারা এবং গাংদা, নিজার কেন্দ্রের চোরওয়াদ এবং উমারগাঁও কেন্দ্রের চানোদ কলোনির বুথে হবে দ্বিতীয় বার ভোট গ্রহণ। ৬টি বুথের প্রত্যেক ভোটদাতাকে এই পরিবর্তনের কথা জানানো হয়েছে। ওই একই দিনে হবে বাকি ৯৩টি আসনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ পর্ব। ভোট গণনা হবে ১৮ ডিসেম্বর।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল