অ্যাপশহর

সর্দার সরোবরের জমিহারাদের ₹৪০০ কোটি দেবে গুজরাত সরকার

২ মাসের মধ্যে প্রায় ৪০০ কোটি টাকা ক্ষতিপূরণ বাবদ দিতে হবে গুজরাত সরকারকে

EiSamay.Com 9 Feb 2017, 7:50 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সর্দার সরোবর বাঁধের প্রকল্প নির্মাণে জন্য জমিহারাদের ক্ষতিপূরণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ক্ষতিগ্রস্ত পরিবার পিছু ৬০ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে আদালত। গুজরাত সরকারকে এই অর্থ জোগানের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
EiSamay.Com gujarat govt to pay up to rs 60 lakh to each affected family for sardar sarovar project
সর্দার সরোবরের জমিহারাদের ₹৪০০ কোটি দেবে গুজরাত সরকার


এর আগে ২ হেক্টর প্রতি জমির জন্য ৫.৫৮ লাখ টাকার ক্ষতিপূরণ দিয়েছিল গুজরাত সরকার। কিন্তু, তা গ্রহণ করতে অস্বীকার করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। নর্মদা বাঁচাও আন্দোলন কমিটির তরফে ক্ষতিপূরণের দাবিতে আদালতে পিটিশন দাখিল করা হয়। কমিটির তরফে আদালতের নির্দেশকে স্বাগত জানিয়ে বলা হয়েছে, জমিহারা প্রত্যেকে ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এদিকে, ২ মাসের মধ্যে প্রায় ৪০০ কোটি টাকা ক্ষতিপূরণ বাবদ দিতে হবে গুজরাত সরকারকে। যদিও শীর্ষ আদালতের রায়কে স্বাগত জানিয়েছে তারা।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল