অ্যাপশহর

বড় দুর্নীতি! ৯ হাজার আয়ুষ্মান কার্ড বাতিল গুজরাতে

সূত্রের খবর, ২১ জন কম্পিউটর অপারেটর ভুয়ো তথ্যের সাহায্যে একের পর এক আয়ুষ্মান কার্ড ইস্যু করেছেন। একই পরিবারের নামে ২৫০টি করে কার্ড ইস্যু করা হয়েছে, এমন ঘটনাও ঘটেছে। ইতিমধ্যেই অভিযুক্ত ২১ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশেও।

EiSamay.Com 10 Jan 2020, 12:40 am
এই সময় ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী যোজনার আয়ুষ্মান কার্ড নিয়ে বড় ধরনের দুর্নীতি সামনে এল বিজেপি শাসিত রাজ্য গুজরাতে। সূত্রের খবর, গুজরাটের রাজকোটে প্রায় ৯ হাজার আয়ুষ্মান কার্ড বাতিল করা হয়েছে।
EiSamay.Com 72219845


ভুয়ো এই কার্ডগুলি সাধারণের মধ্যে বণ্টন করা হয়েছিল। এই দুর্নীতি জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই ২১ কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে।

সূত্রের খবর, ২১ জন কম্পিউটর অপারেটর ভুয়ো তথ্যের সাহায্যে একের পর এক আয়ুষ্মান কার্ড ইস্যু করেছেন। একই পরিবারের নামে ২৫০টি করে কার্ড ইস্যু করা হয়েছে, এমন ঘটনাও ঘটেছে। ইতিমধ্যেই অভিযুক্ত ২১ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশেও।

জেএনইউ সংহতি মিছিলে 'ফ্রি কাশ্মীর' প্ল্যাকার্ড, মাইসুরুর পড়ুয়াদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা

এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই রাজ্য স্বাস্থ্য দফতর তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। এমন ভুয়ো আয়ুষ্মান কার্ড এ পর্যন্ত কতগুলি বিলি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের সুবিধায় সাইবার সেলের সাহায্যও নেওয়া হচ্ছে।

'চিন্তা করতে হবে না', নৈহাটি বিস্ফোরণে ক্ষতিপূরণ ঘোষণা মমতার

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল