অ্যাপশহর

সমীক্ষা আশা জোগাচ্ছে কংগ্রেসকে

কংগ্রেস সভাপতি হিসাবে নিজের মনোনয়নপত্র পেশ করার কাজটা মসৃণ ভাবে শেষ করেই মঙ্গলবার সকালে গুজরাটে গিয়ে প্রচার শুরু করে দিলেন রাহুল গান্ধী৷

EiSamay 6 Dec 2017, 12:24 pm
গৌতম হোড় ■ নয়াদিল্লি
EiSamay.Com gujarat assembly election 2017 opinion poll shows congress strategy rejig working
সমীক্ষা আশা জোগাচ্ছে কংগ্রেসকে

কংগ্রেস সভাপতি হিসাবে নিজের মনোনয়নপত্র পেশ করার কাজটা মসৃণ ভাবে শেষ করেই মঙ্গলবার সকালে গুজরাটে গিয়ে প্রচার শুরু করে দিলেন রাহুল গান্ধী৷ তবে মঙ্গলবারের সূচনাটা তেমন মসৃণ হল না৷ এখন নিয়ম করে নরেন্দ্র মোদীকে একটা করে প্রশ্ন করেন রাহুল গান্ধী৷ এদিনও টুইটারে প্রশ্নটি সকালেই করেছিলেন হবু কংগ্রেস সভাপতি৷ কিন্ত্ত সেখানে একটি হিসাবে গণ্ডগোল হয়ে গেল৷ মঙ্গলবার রাহুলের প্রশ্ন ছিল মূল্যবৃদ্ধি নিয়ে৷ সংবাদমাধ্যমে তেমনভাবে না এলেও শাক -সবজির দাম এখন আকাশছোঁয়া , বিশেষ করে পেঁয়াজ , টমেটো , কপির৷ রাহুল ২০১৪ সালের সঙ্গে ২০১৭ সালের দামের তুলনা করেছিলেন৷ সেখানে বলা হয়েছিল , রান্নার গ্যাসের দামের বেড়েছে ১৭৯ শতাংশ৷

কিন্ত্ত আদতে তা বেড়েছে ৭৯ শতাংশ৷ টমেটো , ডাল , পেঁয়াজ , দুধ সবক্ষেত্রেই এ ভাবে একটা বাড়তি ১ সামনে এসে গিয়েছে৷ তাই ৭৭ শতাংশ হয়ে গিয়েছে ১৭৭ শতাংশ , ১৮৫ শতাংশ হয়ে গিয়েছে ২৮৫ শতাংশ , ৩১ শতাংশ বেড়ে হয়েছে ১৩১ শতাংশ৷ পরে এই টুইট ডিলিট করে নতুন করে টুইট পোস্ট করতে হয় অফিস অফ আর জি বা রাহুল গান্ধীর অফিসকে৷ তা নিয়ে টুইটারে স্বাভাবিকভাবেই কটাক্ষের মুখে পড়তে হয়েছে হবু কংগ্রেস সভাপতিকে৷ তার ওপর আবার সন্ধ্যায় গুজরাটে ঝড় -বৃষ্টিতে রাহুলের জনসভাও বাতিল হয়েছে৷ তবে এই সব ঘটনা সত্ত্বেও কংগ্রেস মহলে গুজরাট নিয়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে৷ তার কারণটা অবশ্য একটি বেসরকারি চ্যানেলের ওপিনিয়ন পোল৷ সিএসডিএসের করা এই ওপিনিয়ন পোলে বলা হয়েছে , গুজরাটে কংগ্রেস ও বিজেপির ভোটপ্রান্তির হার সমান হতে পারে৷

দুই দলই ৪৩ শতাংশ ভোট পাবে৷ আর আসনপ্রান্তির ক্ষেত্রে ওপিনিয়ন পোল বলছে , বিজেপি ৯১ থেকে ৯৯ , কংগ্রেস ৭৮ থেকে ৮৬টি কেন্দ্রে জিততে পারে৷ অথচ , এই সংস্থার ওপিনিয়ন পোল কয়েক মাস আগে দুই দলের ভোটপ্রান্তির ফারাকটা দেখিয়েছিল ৩০ শতাংশ৷ পূর্বাভাস হল , কংগ্রেস সবথেকে ভালো করবে উত্তর গুজরাটে৷ এরপরই যোগেন্দ্র যাদব টুইট করে বলেছেন , হাওয়া বিজেপি -র বিরুদ্ধে৷ তাঁর সিদ্ধান্ত , বিজেপি -র বড় হার হতে চলেছে গুজরাটের বিধানসভা নির্বাচনে৷ আর সেটা রাজনৈতিক ভূকম্পে পরিণত হতে পারে৷ যোগেন্দ্র যাদব রাজনীতিতে নামার আগে খ্যাতনামা ভোট বিশ্লেষক ছিলেন৷ তাঁর বক্তব্য , সিএসডিএসের সমীক্ষা খুবই স্বচ্ছতার সঙ্গে হয়৷ তাই এর সঙ্গে কেউ একমত হতে পরেন বা তা খারিজ করে দিতে পারেন , কিন্ত্ত এই সমীক্ষার বিস্তারিত পড়ে দেখা উচিত৷ এই সমীক্ষা বলছে , দক্ষিণ ও মধ্য গুজরাটে কংগ্রেস গত এক মাসে যেভাবে এগিয়েছে তা অভূতপূর্ব৷ দুটি অঞ্চলে কংগ্রেস অনেক পিছিয়ে ছিল৷ সেই জায়গা থেকে দক্ষিণ গুজরাটে রাহুল গান্ধীর দল বিজেপি -র থেকে সামান্য হলেও এগিয়ে গিয়েছে৷

কেন্দ্রীয় গুজরাটেও তারা বিজেপি -র প্রায় সমান সমান হয়ে গিয়েছে৷ তবে কচ্ছ ও সৌরাষ্ট্রে তারা আগের থেকে কিছুটা পিছিয়ে পড়েছে এবং বিজেপি এখানে ৫ শতাংশ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে৷ সমীক্ষা বলছে , গ্রামের দিকে কংগ্রেস অসম্ভব ভালো ফল করতে পারে৷ কৃষকদের মধ্যে ৫০ শতাংশ কংগ্রেসকে সমর্থন করছে৷ কৃষি নিয়ে লোকের মধ্যে প্রবল ক্ষোভ আছে৷ নোটবন্দি ও জিএসটি -তে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ৪৩ শতাংশ কংগ্রেসকে সমর্থন করছে , ৪০ শতাংশ বিজেপি -কে৷ কংগ্রেসের সবথেকে উল্লেখযোগ্য অগ্রগতি মহিলাদের সমর্থনে৷ অনেকটা পিছিয়ে থাকা কংগ্রেস এখন ৫০ শতাংশ মহিলার সমর্থন পাওয়ার জায়গায় আছে , বিজেপি -র ক্ষেত্রে সেই সম্ভাবনা হল , ৩৯ শতাংশ মহিলা তাঁদের পক্ষে ভোট দেবেন৷ ভোটে সবথেকে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে মূল্যবৃদ্ধি৷

তার সঙ্গে আছে কর্মসংস্থান এবং গরিবি৷ কেন রাহুল গান্ধী মূল্যবৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করছেন এবং প্রধানমন্ত্রী গরিবদের জন্য কাজ করার কথা বারবার বলছেন , তা এখান থেকে বোঝা যাচ্ছে৷ তাঁদের সমীক্ষা রিপোর্টও সম্ভবত এই সমীক্ষার সঙ্গে মিলে গিয়েছে৷ সমীক্ষায় দেখা যাচ্ছে , ৫৬ শতাংশ গুজরাটি বলেছেন , জিনিসের যা দাম হয়েছে , তাতে তাঁদের ঘরের বাজেট ফেল করে যাচ্ছে৷ তাঁদের আয় এখন তাঁদের প্রয়োজন মেটাতে পারছে না৷ সংরক্ষণ ছাড়াও আর্থিক কারণেই পতিদারদের একটা অংশ কগ্রেসকে সমর্থন করছে৷ অনগ্রসরদের মধ্যে ঠাকোরদের সমর্থন কংগ্রেস পেলেও কোলিরা বিজেপি -র দিকে আছে৷ বলা হয়েছে , সম্ভবত ছোটু বাসবের ভারতীয় ট্রাইবাল পার্টির সঙ্গে জোট করায় আদিবাসীরাও কংগ্রেসের দিকে আগের থেকে অনেক বেশি করে চলে এসেছে৷

স্বভাবিকভাবেই এই রিপোর্ট বিজেপি -কে চিন্তিত করেছে এবং কংগ্রেসকে উত্ফুল্ল করেছে৷ রাহুলও নতুন উদ্যমে আবার প্রচার শুরু করেছেন গুজরাটে৷

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল