অ্যাপশহর

গুজরাতে বয়লার বিস্ফোরণ নিহত ২, জখম ১০

এই কারখানাটিতে রাসায়নিক সার তৈরি হয়। স্থানীয় ভেদাজ থানার পুলিশ ইনস্পেক্টর বিজয় প্রজাপতি জানান, জাম্বুসার হাসপাতালে চিকিত্‍‌সা চলাকালীন আহতদের ২ জন মারা যান। একজন শ্রমিক, অপর জন পিআই ইন্ডাস্ট্রিজের আধিকারিক। বাকি আহতদের ঘটনাস্থল থেকে ৮০ কিলোমিটার দূরে, ভাদোদরা হাসপাতালে ভরতি করা হয়েছে।

EiSamay.Com 7 Jan 2020, 12:12 am
এই সময় ডিজিটাল ডেস্ক: গুজরাতের রাসায়নিক কারখানায় সোমবার বয়লার বিস্ফোরণে ২ জনের মৃত্যু হয়েছে। জখম আরও অন্তত ১০ জন। সংবাদ সংস্থা সূত্রে খবর, এদিন ভারুচ জেলার স্টার্লিং এসইজেডের পিআই ইন্ডাস্ট্রিজের কারখানায় এই বিস্ফোরণ ঘটে।
EiSamay.Com Fire


এই কারখানাটিতে রাসায়নিক সার তৈরি হয়। স্থানীয় ভেদাজ থানার পুলিশ ইনস্পেক্টর বিজয় প্রজাপতি জানান, জাম্বুসার হাসপাতালে চিকিত্‍‌সা চলাকালীন আহতদের ২ জন মারা যান। একজন শ্রমিক, অপর জন পিআই ইন্ডাস্ট্রিজের আধিকারিক। বাকি আহতদের ঘটনাস্থল থেকে ৮০ কিলোমিটার দূরে, ভাদোদরা হাসপাতালে ভরতি করা হয়েছে।

যাদবপুরের পড়ুয়াদের পেটায়নি পুলিশ, দাবি পুলিশকর্তার

নিহতদের নাম ঘাঞ্চি (৪৫) ও দয়াশঙ্কর রাজপুত (৩৫)। আহতদের মধ্যে আরও ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। বয়লার বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ দুর্ঘটনায় মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে।

হিন্দু-বামনেত্রী বা বাঙালি নয়, মানুষ ঐশীর জন্য তৃণমূলের স্লোগান 'হোক কলরব'!

৩০ ডিসেম্বর গুজরাতের কান্দালা বন্দর এলাকার এক রাসায়নিক মজুত রাখার গুদামে জোরালো বিস্ফোরণে তিন জনের মৃত্যু হয়। গুজরাত তৈল শোধনাগারের কাছাকাছি ওই রাসায়নিক গুদাম। বিস্ফোরণের ফলে দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। জানা যায়, গুদামের ভিতরে রাসায়নিক মজুত রাখার ট্যাঙ্কে বিস্ফোরণ হয়। কী কারণে এই বিস্ফোরণ, তা এখনও অজানা।

পরের খবর