অ্যাপশহর

নভেম্বরেই সাধারণ মানুষের জন্যে ১০০টি বাঙ্কার তৈরির উদ্যোগ কাশ্মীরে

চলতি মাস শেষ হওয়ার আগেই জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে ১০০টি বাঙ্কার বানানোর সিদ্ধান্ত নিয়েছে জম্মু-কাশ্মীর সরকার।

EiSamay.Com 25 Nov 2017, 10:25 am
এই সময় ডিজিটাল ডেস্ক: চলতি মাস শেষ হওয়ার আগেই জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে ১০০টি বাঙ্কার বানানোর সিদ্ধান্ত নিয়েছে জম্মু-কাশ্মীর সরকার।
EiSamay.Com govt plans to build 100 bunkers near loc in kashmir
নভেম্বরেই সাধারণ মানুষের জন্যে ১০০টি বাঙ্কার তৈরির উদ্যোগ কাশ্মীরে


সাম্প্রতিক সময়ে পাকিস্তান যে হারে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে তাতে বিপন্ন হচ্ছে স্থানীয় সাধারণ মানুষের প্রাণ। সরকারের তরফে জানানো হয়েছে এমন পরিস্থিতে যাতে মানুষকে সব ছেড়ে প্রত্যেকবার অন্য কোনও নিরাপদ আশ্রয়ের খোঁজে যেতে না হয়, তা সুনিশ্চিত করতেই বাঙ্কার বানানো জরুরি হয়ে উঠেছে।

জম্মু-কাশ্মীরের উপ মুখ্যমন্ত্রী নির্মল সিং জানিয়েছেন, ‘সাধারণ মানুষকে হিংসার আঁচ থেকে বাঁচানোর জন্যে যা যা করার তা সবই করবে রাজ্য সরকার।’ নভেম্বর মাসের ৩০ তারিখের মধ্যে যে ১০০টি বাঙ্কার বানানোর উদ্যোগ নেওয়া হয়েছে তার প্রত্যেকটিতে ১৫০০ মানুষ আশ্রয় নিতে পারবেন। অর্থাত্‌ যুদ্ধকালীন পরিস্থিতে প্রায় দেড় লাখ মানুষকে নিরাপদ আশ্রয় দিতে পারবে ১০০টি বাঙ্কার।


এক স্থানীয় বাসিন্দা তৌসি দেবী জানিয়েছেন, ‘পাকিস্তান যখন যুদ্ধবিরতি লঙ্ঘন করে তখন অবস্থা খুবই গুরুতর হয়ে ওঠে আমাদের জন্যে। সেই সময়ে আমরা এই সব বাঙ্কারে রাত দিন থাকতে পারব। খুবই উপকার হবে আমাদের।’


বর্তমানে নিয়ন্ত্রণ রেখা বরাবর যেসব অবিস্ফোরিত কার্তুজ রাস্তায় পড়ে রয়েছে তা দ্রুত সরানোর ব্যবস্থা নিয়েছে ভারতীয় সেনা। ইতমধ্যে পুঞ্চ থেকে আসা সেনাবাহিনীর ইঞ্জিনিয়াররা নিষ্ক্রীয় করে দিয়েছে প্রত্যেকটি বোমা।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল