অ্যাপশহর

যে কোনও লেনদেনে আধারকেই চাবিকাঠি করার পথে কেন্দ্র

এখনও আধার কার্ডের আবেদন না করে থাকলে আর দেরি করবেন না !

EiSamay.Com 30 Jan 2017, 2:35 pm
এই সময় : এখনও আধার কার্ডের আবেদন না করে থাকলে আর দেরি করবেন না ! যত তাড়াতাড়ি সম্ভব নিজের আধার কার্ডের জন্য আবেদন করে ফেলুন৷ যাবতীয় লেনদেনের ক্ষেত্রে আধারকে শীঘ্রই চাবিকাঠি হিসাবে ব্যবহার করার সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় সরকার৷ আগামী কয়েক সন্তাহের মধ্যেই , এমনকি বাজেটেও ভারত ইন্টারফেস ফর মানি বা ভীম অ্যাপের মাধ্যমে পেমেন্ট প্রক্রিয়া চালু করতে পারে কেন্দ্রীয় সরকার৷ সে ক্ষেত্রে ভীম অ্যাপে সংশ্লিষ্ট ব্যক্তি তাঁর ১২ অঙ্কের আধার নম্বর ব্যবহার করেই যে কোনও আর্থিক লেনদেন করতে পারবেন৷ ভীম অ্যাপে আধারকে একটি পেমেন্ট আইডি হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে৷ সে ক্ষেত্রে ভীম অ্যাপ ব্যবহার করে টাকা পাঠানো বা আর্থিক লেনদেন করার সময় বায়োমেট্রিক পরিচিতি বা ব্যাঙ্ক অথবা ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেসে আগাম রেজিস্ট্রেশনের কোনও প্রয়োজন হবে না৷ সংশ্লিষ্ট ব্যক্তির আধার নম্বর দিয়েই লেনদেন করা সম্ভব হব
EiSamay.Com govt plans that adhar card will be the main key for any transuction
যে কোনও লেনদেনে আধারকেই চাবিকাঠি করার পথে কেন্দ্র


ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার (ইউআইডিএআই ) চিফ এগজিকিউটিভ অফিসার অজন ভূষণ পাণ্ডে বলেন , ‘ইতিমধ্যেই প্রায় ৩৮ কোটি ব্যক্তি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টকে আধার নম্বরের সঙ্গে যুক্ত করে ফেলেছেন এবং ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস অ্যাপ ব্যবহার করে সরাসরি নিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট গ্রহণ করতে পারবেন৷ এর জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট আগাম নথিভুক্ত করতে হবে না৷ যদিও ভীম অ্যাপ যে কোনও মোবাইল নম্বরে টাকা পাঠাতে দেয় , কিন্ত্ত , টাকা পেতে গ্রহীতাকে ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেসে নাম নথিভুক্ত করতে হয়৷ ডেবিট কার্ডের বিশদ তথ্য দেওয়ার পর ইউপিআই পিন তৈরির দীর্ঘ প্রক্রিয়া দরিদ্র এবং অশিক্ষিতদের এই অ্যাপ ব্যবহার থেকে বিরত করতে পারে৷ পাণ্ডে বলেন , ‘আধার ব্যবহার করে যে কোনও ব্যক্তি , বড় পরিষেবা প্রদানকারী বা ছুতোর , পাইপ মেরামতকারীরাও আর্থিক লেনদেন করতে পারবে৷

ভীম অ্যাপে নথিভুক্ত না হয়েও নিজ নিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাঁদের পরিষেবার জন্য পেমেন্ট গ্রহণ করতে পারবেন৷ তবে , সংশ্লিষ্ট অ্যাকাউন্টটি অবশ্যই আধার নম্বরের সঙ্গে যুক্ত থাকতে হবে৷ ’ তিনি আরও জানান , প্রতি মাসে প্রায় দু’কোটি করে মানুষ নিজ নিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর যোগ করছেন৷ এর ফলে আধারযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংখ্যা খুব তাড়াতাড়ি ৫০ কোটি থেকে ৬০ কোটির অঙ্ক ছুঁতে পারে৷ আগামী তিন মাসের মধ্যে দেশের অর্ধেক জনসংখ্যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার নম্বরের সঙ্গে যুক্ত হয়ে যাবে৷ বর্তমানে , ভীম অ্যাপ ব্যবহার করে টাকা পাঠানোর পাঁচটি উপায় রয়েছে৷ এগুলির মধ্যে , মোবাইল নম্বর , ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আইএফএসসি কোড অন্যতম৷ আধার নম্বর এই তালিকায় ষষ্ঠ উপায় হিসাবে গণ্য হবে৷ ‘এই প্রক্রিয়া চালুর ক্ষেত্রে বেশ কিছু সমস্যা থাকলেও কঠোর সুরক্ষা ব্যবস্থা রূপায়ণের কাজ চালিয়ে যাচ্ছি ,’ পাণ্ডে বলেন৷

আধারকে টাকা পাঠানোর ঠিকানা হিসাবে ব্যবহার করা আমাদের সার্বিক পরিকল্পনার একটা অংশ৷ পয়েন্ট অফ সেল (পিওএস ) ডিভাইসে আধার নম্বর ব্যবহার করেও লেনদেন করা যাবে৷ এছাড়া , বায়োমেট্রিক পরিচিতির প্রমাণ দিয়েও তা করা সম্ভব হবে৷ যাঁরা টাকা পাঠাবেন তাঁদের ক্ষেত্রে এই প্রক্রিয়া অনেক বেশি কাজের হবে৷ ‘অন্ধ্রপ্রদেশের ন্যায্যমূল্যের দোকানগুলিতে এর পরীক্ষা চালানো হচ্ছে৷ এখানে দোকানিরা গণবণ্টন ব্যবস্থার সুবিধাভোগীদের কাছ থেকে পেমেন্ট গ্রহণ করছেন এবং এই পরীক্ষার ফল খুবই উত্সাহদায়ক ,’ তিনি বলেন৷ বায়োমেট্রিক তথ্য ব্যবহার করে লেনদেনের ক্ষেত্রে আঙুলের খারাপ ছাপ , বায়োমেট্রিক রিডারের ত্রুটি বা ইন্টারনেট সংযোগ ব্যবস্থার জটিলতা প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারে৷ অন্যদিকে , ভীম অ্যাপের সঙ্গে আধার নম্বরের সংযুক্তিকরণ আর্থিক লেনদেন প্রক্রিয়া অনেক সহজ করে তুলবে৷ প্রসঙ্গত উল্লেখ্য , গত বছরের ডিসেম্বরে ইউপিআই ব্যবস্থার জন্য ভীম অ্যাপের উন্মোচন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ফিচার এবং স্মার্টফোন , দু ধরনের ফোনেই এই অ্যাপ কাজ করবে৷ ৷

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল