অ্যাপশহর

তথ্য চুরির আশঙ্কা? সেনা জওয়ানদের বিশেষ ফোন দেবে কেন্দ্র!!

কোনও ভারতীয় সংস্থাকে দিয়ে এই ফোনগুলি তৈরি করানো হবে।

EiSamay.Com 30 Aug 2017, 5:05 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সেনা জওয়ানদের জন্য এবার বিশেষ মোবাইল ফোন তৈরি করবে সরকার। কোনও ভারতীয় সংস্থাকে দিয়ে এই ফোনগুলি তৈরি করানো হবে। নিরাপত্তা সংক্রান্ত তথ্য পাচার রুখতেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে।
EiSamay.Com govt plans special mobile phones for armed forces
তথ্য চুরির আশঙ্কা? সেনা জওয়ানদের বিশেষ ফোন দেবে কেন্দ্র!!


‘কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তিমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এই নিয়ে প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। যত দ্রুত এই সম্ভাবনা বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে।’ বিজনেস স্ট্যান্ডার্ড-কে এক সাক্ষাৎকারে জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের এক আধিকারিক।

এর ফলে ভারতীয় সেনা, আধাসেনা ও অন্য নিরাপত্তা বাহিনীর জওয়ানদের ব্যবহৃত মোবাইলে ডেটা ও তথ্য-এর উপর নিয়ন্ত্রণ ও নজরদারি সুনিশ্চিত করা সম্ভব হবে। জাতীয় নিরাপত্তার স্বার্থে যা প্রয়োজনীয় বলে মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। পাশাপাশি এই বিশেষ মোবাইল তৈরির বরাদ কোনও ভারতীয় সংস্থাকেই দিতে চাইছে কেন্দ্র। কারণ, সেক্ষেত্রে দেশীয় সার্ভার ব্যবহার করা হবে, যা কেন্দ্রীয় নজরদারির আওতায় থাকবে। তবে ভারতীয় সার্ভার ব্যবহার করে এমন বিদেশি সংস্থাকেও দায়িত্ব দেওয়া হতে পারে।

পড়ুন: চৈনিক স্মার্টফোনে তথ্য চুরি? নোটিশ পাঠালো কেন্দ্র

দেশের স্মার্টফোনগুলির নিরাপত্তা সুনিশ্চিত করতে চলতি বছরেই বাড়তি উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যেই ভারতীয় বাজারে বিক্রি হয়, এমন ৩০টি মোবাইল প্রস্তুতকারক সংস্থাকে নোটিশ দেওয়া হয়েছে। গ্রাহকের তথ্য নিরাপত্তা সুনিশ্চিত করতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চেয়েছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই ১২টি মোবাইল প্রস্তুতকারক সংস্থা লিখিত জবাবে নিরাপত্তা সংক্রান্ত বিষয় জানিয়েছে। আজই জবাব পাঠিয়েছে Lenovo-Motorola।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল