অ্যাপশহর

স্থল-জল-বায়ু! তিন সেনাবাহিনী মিশিয়ে দিতে উদ্যোগ!!

ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর তিনটি শাখাকে এক ছাতার তলায় আনতে এবার উদ্যোগী হল কেন্দ্র। সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর যাবতীয় ম্যানপাওয়ার ও অ্যাসেট পরিচালনার দায়িত্বে শীর্ষস্থানে একজনকে নিযুক্ত করার বিষয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে।

EiSamay.Com 19 Mar 2018, 12:03 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর তিনটি শাখাকে এক ছাতার তলায় আনতে এবার উদ্যোগী হল কেন্দ্র। সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর যাবতীয় ম্যানপাওয়ার ও অ্যাসেট পরিচালনার দায়িত্বে শীর্ষস্থানে একজনকে নিযুক্ত করার বিষয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে।
EiSamay.Com govt moves on integrated theatre commands amends rules to bring three forces under single leadership
স্থল-জল-বায়ু! তিন সেনাবাহিনী মিশিয়ে দিতে উদ্যোগ!!


এই পদে একজন থ্রি-স্টার জেনারেল বসানোর কথা আপাতত ভাবা হচ্ছে। যাতে তিনটি বাহিনী ভিন্ন ভিন্ন নির্দেশে পরিচালিত হয়ে একজনেরই নির্দেশ অনুসরণ করতে পারে। এর ফলে তিন বাহিনীর মধ্যে যোগাযোগ ও বোঝাপড়া আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। সেনা, নৌবাহিনী ও বিমানবাহিনীর মধ্যে যে কোনও একটি বাহিনী থেকে এই শীর্ষস্থানে বসার উপযুক্ত ব্যক্তিকে বেছে নেওয়া হবে।

২০০১-এর অক্টোবরে আন্দামান-নিকোবর কম্যান্ডের জন্য দেশের প্রথম থিয়েটার কম্যান্ড গঠন হয়। কিন্তু পরিবেশগত অবস্থান, অর্থের অভাব এবং তিন বাহিনীর মধ্যো বোঝাপড়ার অভাবের কারণে তা খুব একটা উল্লেখযোগ্য স্থান নিতে ব্যর্থ হয়। এই পদক্ষেপ খুব সাধারণ একটা পদক্ষেপ বলে মনে হলেও ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর সাংস্কৃতিক ও গঠনগত ভিত্তির ক্ষেত্রে বড় পরিবর্তন বলে উচ্চপর্যায়ের সেনা সূত্রে জানানো হয়েছে।


খবরটি ইংরাজিতে পড়ুন।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল