অ্যাপশহর

৮২৭ পর্ন সাইট বন্ধের নির্দেশ কেন্দ্রের, উঠছে প্রশ্নও!

ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে '৮২৭টি সাইট বন্ধে' নির্দেশিকা জারি করেছে টেলিকম দপ্তর

EiSamay.Com 25 Oct 2018, 4:20 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: এর আগে নির্দেশের জেরে বিতর্ক কম হয়নি। তবে তাতে পিছু হটছে না মোদী সরকার। এবার ফের একবার পর্ন সাইট বন্ধের নির্দেশ জারি করেছে কেন্দ্রীয় সরকার। মোট ৮২৭টি ওয়েবসাইট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে।
EiSamay.Com Porn Site
প্রতীকী ছবি


২৭ সেপ্টেম্বর এক মামলার প্রেক্ষিতে ৮৫৭টি ওয়েবসাইট বন্ধের নির্দেশ দিয়েছে উত্তরাখণ্ড হাইকোর্ট। প্রতিটি পর্ন সাইট বলে অভিযোগ। এরপরই টেলিকম দপ্তরকে (DoT) মোট ৮২৭টি ওয়েবসাইট বন্ধের নির্দেশ দেয় কেন্দ্রীয় প্রযুক্তি মন্ত্রক। সূত্রের খবর, ৩০টি ওয়েবসাইটে পর্ন সংক্রান্ত কিছু না পাওয়াতেই ৮২৭টি সাইট বন্ধের নির্দেশ দিয়েছে কেন্দ্র।

সেইমতো সমস্ত ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে '৮২৭টি সাইট বন্ধে' নির্দেশিকা জারি করেছে টেলিকম দপ্তর।

প্রসঙ্গত, এর আগেও পর্ন সাইট বন্ধে উদ্যোগী হয় কেন্দ্র। যার জেরে, ব্যক্তিগত পরিসরে কোনও নাগরিক কী দেখবেন, তা রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পারে কিনা, প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে। এবারও কেন্দ্রীয় নির্দেশিকার জেরে আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল