অ্যাপশহর

রাজনের উত্তরসূরি হিসেবে ৪ জনের নাম বিবেচনা করছে কেন্দ্র

প্রধানমন্ত্রীর দফতরের এক সিনিয়র আধিকারিক এদিন জানিয়েছেন, রিজার্ভ ব্যাংকের পরবর্তী গর্ভনর এখনও ঠিক হয়নি। রঘুরাম রাজনের উত্তরসূরি হিসেবে এখনও চারটি নাম নিয়েই নাড়াঘাঁটা চলছে।

EiSamay.Com 27 Jun 2016, 8:37 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টাচার্যই কি ভারতীয় রিজার্ভ ব্যাংকের পরবর্তী গভর্নর হচ্ছেন? সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোয় পরবর্তী গভর্নর হিসেবে অরুন্ধতীর নাম ভাইরাল হয়ে ছড়ালেও, সোমবার সন্ধে পর্যন্ত সরকারি ভাবে এই খবরের সত্যতা মেলেনি।
EiSamay.Com government shortlists 4 candidates to succeed raghuram rajan as rbi governor
রাজনের উত্তরসূরি হিসেবে ৪ জনের নাম বিবেচনা করছে কেন্দ্র


প্রধানমন্ত্রীর দফতরের এক সিনিয়র আধিকারিক এদিন রয়টার্সকে জানিয়েছেন, রিজার্ভ ব্যাংকের পরবর্তী গর্ভনর এখনও ঠিক হয়নি। রঘুরাম রাজনের উত্তরসূরি হিসেবে এখনও চারটি নাম নিয়েই নাড়াঘাঁটা চলছে। এই চার জনের মধ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টাচার্য ছাড়াও রয়েছেন আরবিআই-এর ডেপুটি গভর্নর উরজিত্‍‌ পটেল এবং প্রাক্তন দুই ডেপুটি গভর্নর রাকেশ মোহন ও সুবীর গোকরান। এরই সঙ্গে নতুন মুদ্রানীতি কমিটিও গড়া হবে।

রিজার্ভ ব্যাংকের গভর্নর পদে দ্বিতীয় মেয়াদে তিনি যে আর থাকতে চান না, দিন দশেক আগেই তা ঘোষণা করেন রঘুরাম রাজন। তখন থেকেই পরবর্তী গভর্নর নিয়ে জল্পনা চলছে।

নরেন্দ্র মোদীর দফতরের আর এক সিনিয়র আধিকারিক ইঙ্গিত দিয়েছেন, দ্বিতীয় মেয়াদে RBI-এর গভর্নর থাকতে অরাজি হলেও রঘুরাম রাজন সম্ভবত সার্চ কমিটিতে থাকতে পারেন। আরবিআই-এর মুদ্রানীতি সংক্রান্ত ছয় সদস্যের কমিটির তিন বহিরাগত সদস্যকে নিয়োগ করার দায়িত্ব এই সার্চ কমিটির উপর ন্যস্ত। প্রধানমন্ত্রীর দফতরের ওই আধিকারিকই জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে ১ অগস্টের মধ্যেই সার্চ কমিটির নতুন প্যানেল তৈরি হয়ে যাবে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল