অ্যাপশহর

হাসপাতালের টানাপোড়েনে ২৪ ঘণ্টা দিল্লির রাজপথে করোনা আক্রান্ত

প্রাইভেট ল্যাবে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ার পর রোগী নিজে গিয়েছেন সরকারি হাসপাতালে। একটা নয়, পাঁচ পাঁচটা হাসপাতাল চষে ফেলেছেন সারাদিনে। কালঘাম ছুটেছে ভর্তি করতে। ততক্ষণে রাজধানীর রাজপথে বাধ্য হয়ে ঘুরে বেড়াতে হয়েছে আক্রান্তকে।

EiSamay.Com 30 Apr 2020, 10:15 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সরকারি হাসপাতাল ও কোয়ারানটিন কেন্দ্র-- এই দুইয়ের টানাপোড়েনে পড়ে করোনা আক্রান্ত এক রোগী তাঁর ছ-মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে ২৪ ঘণ্টা ঘুরে বেড়ালেন রাজধানীর রাজপথে। এক সরকারি হাসপাতাল থেকে আর এক সরকারি হাসপাতাল, হাসপাতাল থেকে কোয়ারানটিন কেন্দ্র-- সকলেই দায় ঝেড়ে ফেলার চেষ্টা করে। একটা গোটা দিন দিল্লির রাস্তায় কাটিয়ে শেষ পর্যন্ত সরকারি হাসপাতালে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন করোনা পজিটিভ ওই রোগী।
EiSamay.Com new_coro_660_310320014839


কোভিড-১৯ আক্রান্ত ওই ব্যক্তির স্ত্রীর অভিযোগ, আমরা হাসপাতালে ঘুরেছি। সেখানে পুলিশ ছিল। ডাক্তার ও অন্যান্য হাসপাতাল কর্মীরাও ছিলেন। কিন্তু, সকলেই আমাদের উপেক্ষা করেছেন। আমরা বারবার তাঁদের সাহায্য চেয়ে কাতর আর্জি জানিয়েছি। কেউ তাতে কর্ণপাত করেননি।

ডাক্তারের পরামর্শে দিল্লির এক বেসরকারি ল্যাব থেকে সাড়ে ৪ হাজার টাকা খরচ করে কোভিড টেস্ট করান ওই ব্যক্তি। রিপোর্ট হাতে পেয়েই ওই দম্পতি যান রাম মনোহর লোহিয়া হাসপাতালে। দম্পতির অভিযোগ, করোনাভাইরাসের কারণে গোটা বিশ্বে লকডাউন হচ্ছে। অথচ, দিল্লির সরকারি হাসপাতালে কোভিড-১৯ পজিটিভকে ভর্তি করা যে এত কঠিন, ধারণাতেই ছিল না। চুপচাপ বসে থেকে হাসপাতাল থেকে বেরিয়ে আসতে হয়েছে।

এই দম্পতির কথায়, অটোরিকশা ভাড়া করে পাঁচটি সরকারি হাসপাতাল ও একটি কোয়ারানটিন কেন্দ্রের মধ্যে গোটা দিনে ৯ বার তাঁদের যাতায়াত করতে হয়েছে। শেষ পর্যন্ত লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে করোনা আক্রান্ত স্বামীর জন্য বেড খালি পেয়েছেন।

ঘটনার কথা জানতে পরে দিল্লি সরকারের তরফে করোনা আক্রান্তের স্ত্রীর কাছে দুঃখপ্রকাশ করা হয়েছে। কী কারণে এমন পরিস্থিতি তৈরি হল তা খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।

দিল্লি পুলিশ সূত্রে খবর, আক্রান্তের বাড়ি সিল করে দেওয়া হয়েছে। তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী, বোন, বাবা ও ছ-বছরের মেয়ের করোনা টেস্ট করার প্রক্রিয়া শুরু হয়েছে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল