অ্যাপশহর

‘গান্ধীজির চশমার বদলে মানবাধিকারের লেন্স’, UN দূতের মন্তব্যের প্রতিবাদ কেন্দ্রের

‘সারা বিশ্ব জানে মানবাধিকার রক্ষায় ও স্বচ্ছ্বতার ক্ষেত্রে গান্ধীজি ছিলেন পুরোধা।’

EiSamay.Com 10 Nov 2017, 5:19 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: গান্ধীজি নিয়ে এবার রাষ্ট্রপুঞ্জের উপর চটল মোদী সরকার। সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের এক প্রতিনিধির বক্তব্যে প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছে কেন্দ্র। এবং তা জানিয়েও দেওয়া হয়েছে রাষ্ট্রপুঞ্জকে। পাশাপাশি সরকারে তরফে বিবৃতি দিয়ে নিন্দা করা হয়েছে।
EiSamay.Com government deplores un rapporteurs comments on mahatma gandhi
‘গান্ধীজির চশমার বদলে মানবাধিকারের লেন্স’, UN দূতের মন্তব্যের প্রতিবাদ কেন্দ্রের


সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধি লিও হেলার বলেছেন, ‘এখন গান্ধীজির চশমা বদলে মানবাধিকারের লেন্স দিয়ে দেখার দরকার’। এই বক্তব্যেই আপত্তি মোদী সরকারের। হেলারের বক্তব্য খারিজ করে সরকার জানিয়েছে, ‘সারা বিশ্ব জানে মানবাধিকার রক্ষায় ও স্বচ্ছ্বতার ক্ষেত্রে গান্ধীজি ছিলেন পুরোধা।’

রাষ্ট্রপুঞ্জের বিশেষ দূত হেলার (মানবাধিকার) গত ২৭ অক্টোবর থেকে ভারতে সফরে রয়েছেন। সম্প্রতি রাজধানীতে এক সেমিনারে স্বচ্ছ ভারত নিয়ে ভারতের ভূমিকার প্রশংসা করেন তিনি। কিন্তু, পাশাপাশি পানীয় জল প্রকল্পের রূপায়ণ নিয়ে প্রশ্ন তোলেন UN প্রতিনিধি। আবার একইসঙ্গে স্বচ্ছ ভারত অভিযানে গান্ধীজির চশমার লোগো সম্পর্কে ওই মন্তব্য করেন হেলার। আজ তাঁর সফরের শেষ দিনে ওই মন্তব্যের প্রতিবাদ জানায় নয়াদিল্লি।

কেন্দ্রীয় বিবৃতিতে স্বচ্ছ ভারত অভিযানের সুফলের পাশাপাশি পানীয় জল প্রকল্প সংক্রান্ত তথ্য সম্পর্কেও জানানো হয়েছে। জোর গলায় আরও বলা হয়েছে, রাষ্ট্রপুঞ্জের শর্ত ও নীতি অনুযায়ীই ওই প্রকল্পগুলির রূপায়ণ হয়েছে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল