অ্যাপশহর

গুরুদেবের পোষা সাপ হঠাত্‍‌ কামড়াল ভক্তকে, তারপর...

পুজোর রীতি দাবি করে বাবুরামের গলায় নিজের পোষা সাপটি সে চাপিয়ে দেয় ভোপা।

EiSamay.Com 11 Apr 2017, 6:05 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: নিজেকে বলত গুরুদেব। স্বঘোষিত 'গডম্যান'। তুকতাক, ঝাড়ফুঁক করে রোগ সারানোর বুজরুকি শুরু করেছিল সে। রবিবার বাবুরাম নামে এক ব্যক্তির ডাকে তাঁর বাড়িতে গিয়েছিল পুজো করে রোগ সারাতে। পরিবারের মঙ্গল করতে। ভোপা নামে ওই 'গডম্যান'-এর পোষা সাপের ছোবলেই মৃত্যু হল বাবুরামের। বেগতিক দেখে পলাতক ভোপা।
EiSamay.Com godman has been absconding since his snake bites devotee
গুরুদেবের পোষা সাপ হঠাত্‍‌ কামড়াল ভক্তকে, তারপর...


রাজস্থানের যোধপুরের একটি গ্রামের ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুজো করতেই ভোপাকে ডাকা হয়েছিল। পুজোর রীতি দাবি করে বাবুরামের গলায় নিজের পোষা সাপটি সে চাপিয়ে দেয় ভোপা। তারপর শুরু করে মন্ত্র পড়া। এদিকে সাপটি খানিক বাদেই ছোবল মারে বাবুরামের ঘাড়ে। হাসপাতালে না নিয়ে গিয়ে, ভোপা বলে, সে-ই বাবুরামের বিষ ঝেড়ে দেবে। অসুস্থ বাবুরামকে সে নিয়ে যায় নিজের আশ্রমে। সেখানে দু'ঘণ্টা ধরে নানা মন্ত্র পাঠ করে।

বাবুরামের অবস্থা খারাপ হতে থাকলে, বেগতিক দেখে তাকে ফেলেই পালিয়ে যায় ভোপা নামে ওই গডম্যান। হাসপাতালে নিয়ে গেলে বাবুরামকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনার পর থেকে এখনও অধরা ভোপা ওরফে ইন্দ্র রাম।

# Bitten by a snake, Baburam was being treated by a 'godman'
#The condition of Baburam worsened and he later died
#The 'godman' fled after a complaint was lodged with police

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল