অ্যাপশহর

দিল্লি নয়, দেশের বাহন-রাজধানী এই রাজ্য!

একনজরে দেখে নেব গাড়ির বিচারে দেশের সেরা পাঁচ শহর

EiSamay.Com 20 Dec 2016, 8:04 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: দেশের বাণিজ্যিক রাজধানী কী? উত্তর আসবে মুম্বই। সাংস্কৃতিক রাজধানী? কলকাতা। কিন্তু, ভারতের গাড়ির রাজধানীর নাম জানেন? অধিকাংশই এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না। কোনও মেট্রো শহর বা বড় রাজ্য নয়, দেশের ভেহিকেল ক্যাপিটাল-এর তকমা জুটেছে গোয়া’র মুকুটে।দেশের বাণিজ্যিক রাজধানী কী? উত্তর আসবে মুম্বই। সাংস্কৃতিক রাজধানী? কলকাতা। কিন্তু, ভারতের গাড়ির রাজধানীর নাম জানেন? অধিকাংশই এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না। কোনও মেট্রো শহর বা বড় রাজ্য নয়, দেশের ভেহিকেল ক্যাপিটাল-এর তকমা জুটেছে গোয়া’র মুকুটে।
EiSamay.Com goa not delhi is indias vehicle capital
দিল্লি নয়, দেশের বাহন-রাজধানী এই রাজ্য!


মোট ৮৮.৫ লাখ রেজিস্টার গাড়ির সংখ্যা হলেও, বাহন-রাজধানীর তকমা জোটেনি দিল্লির ভাগ্যে। কারণ, জনসংখ্যা প্রতি গাড়ির সংখ্যা বিচার করলে দিল্লি তিন নম্বরে নেমে আসে। শীর্ষে গোয়া এবং তারপরই পুদুচেরি।

একনজরে দেখে নেব গাড়ির বিচারে দেশের সেরা পাঁচ শহর –




পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল