অ্যাপশহর

গোয়ার উদ্যোগে রাজ্যের সীমানায় পৌঁছালেও, শ্রমিকদের প্রবেশের অনুমতি দিল না কর্নাটক!

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত জানিয়েছেন, রাজ্য সরকার এই মুহূর্তে অপেক্ষায় রয়েছে কবে কেন্দ্রীয় রেল মন্ত্রক গোয়া থেকে পরিযায়ী শ্রমিকদের নিজেদের রাজ্যে পৌঁছে দেওয়ার জন্যে ট্রেন পরিষেবা চালু করার অনুমতি দেবে।

EiSamay.Com 7 May 2020, 12:49 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: প্রায় ৬ সপ্তাহ সরকারি হোমে থাকার পর যেদিন ১০০ জন পরিযায়ী শ্রমিককে গোয়া থেকে কাদাম্বা বাসে তুলে দেওয়া হয়েছিল সেদিন খানিক স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন কর্নাটকের উত্তর কন্নড় জেলা থেকে আসা এই শ্রমিকরা। তবে বাড়ি ফেরার এই আনন্দ দীর্ঘস্থায়ী হল না। কারণ এঁদের মধ্যে অনেককেই রাজ্যে প্রবেশ করায় বাধা দেওয়া হল বৈধ কাগজপত্র না দেখাতে পারায়। কর্নাটকে যাঁদের ঢুকতে দেওয়া হয়নি, তাঁদের বুধবার সন্ধেবেলা বাসে করে কাম্পালে নিয়ে যাওয়া হয়েছে।
EiSamay.Com Goa drops migrant labourers to border, but Karnataka refuses to take many in absence of identity proofs
রাজ্যে ফিরতে পারলেন না পরিযায়ী শ্রমিকরা


লকডাউন হওয়ায় বন্ধ হয়ে যায় সব কাজের সুযোগ। ধীরে ধীরে ফুরিয়ে আসে জমানো সামান্য টাকাও। তখন থেকেই এই পরিযায়ী শ্রমিকরা মরিয়া হয়ে উঠেছিলেন নিজের পরিবারের কাছে ফিরে আসার জন্যে। দক্ষিণ গোয়ার দিক থেকে মাত্র ৯ জন পরিযায়ী শ্রমিককে কর্নাটক সীমানা পেরোনোর ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকিদের কাছে আধার কার্ড না থাকায় রাজ্যে প্রবেশ করতে দেওয়া হয়নি। দক্ষিণ গোয়ার কালেক্টর অজিত রায় জানিয়েছেন উত্তর কন্নড় প্রশাসন রাজ্যে ফেরার জন্যে আধার কার্ড বাধ্যতামূলক করেছে।

পরের খবর