অ্যাপশহর

প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে বেআইনি বডি মাসাজের ব্যবসা গোয়ার বিচে

মে মাসেই শেষ হয় গোয়ায় পর্যটনের মরশুম। জুন থেকে বন্ধ হয় বিচের অগুনতি শ্যাক। কিন্তু নিয়ম মেনে বন্ধ হয় না হকারদের আনাগোনা এবং তাদের কাজ। কীভাবে চলে এই বেআইনি ব্যবসা গোয়ার বিচে...

EiSamay.Com 13 May 2019, 12:26 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: মে মাসের পরে গোয়ার বিভিন্ন বিচে যাতে কোনও রকম হকারদের আনাগোনা এবং ব্যবসা না চলে তার উপর নজরদারি চালাতে দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশের উপর। সচেতন থাকতে বলা হয়েছে পর্যটন বিভাগকেও।কিন্তু পুলিশ এবং সরকারি আধিকারিকদের বুড়ো আঙুল দেখিয়ে বহাল তবিয়তে গোয়ার বিচে চলছে হকার রাজ।
EiSamay.Com goa beach vendors continue to sell selfie sticks to giving massage braving the cops
বেআইনি বডি মাসাজের ব্যবসা গোয়ার বিচে


পুলিশ এসে অবশ্য কাউকে দেখতে পায় না। কারণ ততক্ষণে WhatsApp গ্রুপে খবর পেয়ে সরে পড়েন বেআইনি হকাররা। এদিকে পুলিশ চোখ ফেরালেই রমরমিয়ে চলতে থাকে শাল, সেলফি স্টিক, জাংক জুয়েলারি, টুপি, চা, কোল্ড ড্রিংকস এবং অন্যান্য খাদ্যবস্তু কেনাবেচা।এই কাজে যুক্ত রয়েছে সাত-আট বছরের ছোট মেয়ে থেকে শুরু করে বিভিন্ন বয়সী পুরুষ ও মহিলা।

সিনকেরিম, ক্যান্ডোলিম এবং বাগা বিচে ১৫০-র বেশি হকার রয়েছে। তবে শুধু পসরা বিক্রিই নয়। পর্যটকদের চাহিদা বুঝে বডি অথবা হেড মাসাজও দিয়ে থাকে এরা।

এই বেআইনি কাজ পুলিশের চোখের সামনে হওয়ায় জন্যে অবশ্য পুলিশকেই দায়ি করেছেন ক্যালাংগুটে-র বিধায়ক মাইকেল লোবো। স্পষ্ট ভাবেই তিনি জানিয়েছেন এই সব হকারদের সঙ্গে ভালোই যোগাযোগ আছে পুলিশের একাংশের।

খবরটি ইংরেজিতে পড়ুন

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল