অ্যাপশহর

যোগী শাসনে মেয়েরা সুরক্ষিত নয়, রাজ্যপালের কাছে ক্ষোভ অখিলেশের

​​উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে, সমাজবাদী পার্টির সভাপতি বলেন, 'এটা কি নতুন ভারত, যেখানে মেয়েরা ধর্ষিত হবে, খুন হবে? যোগী সরকারের শাসনে মেয়েরা নিরাপদ নয়।'

EiSamay.Com 16 Jun 2019, 12:18 am
এই সময় ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ এনে, শনিবার রাজ্যপাল রাম নায়েকের দ্বারস্থ হলেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। রাজ্যপালের কাছে তিনি এদিন স্মারকলিপি দেন। একের পর এক নাবালিকা ধর্ষণ-খুনের ঘটনায়, রাজ্যে মেয়েদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন অখিলেশ।
EiSamay.Com Akhilesh


উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে, সমাজবাদী পার্টির সভাপতি বলেন, 'এটা কি নতুন ভারত, যেখানে মেয়েরা ধর্ষিত হবে, খুন হবে? যোগী সরকারের শাসনে মেয়েরা নিরাপদ নয়।'

স্মারকলিপিতে অখিলেশ উল্লেখ করেন, মাত্র ১০ হাজার টাকা ধার নিয়ে শোধ করতে না-পারায়, আলিগড়ে এক ব্যক্তির আড়াই বছরের মেয়েকে নৃশংস ভাবে খুন করা হয়। যোগীর জেলা গোরক্ষপুরে সাত বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। সম্প্রতি ১০ বছরের আর এক শিশুকন্যাও খুন হয়েছে। তাকেও খুনের আগে ধর্ষণ করা হয়েছিল।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল