অ্যাপশহর

স্বচ্ছ গঙ্গার বার্তা নিয়ে ৫৫০ কিমি সাঁতরে পার এই মেয়ের

বয়স মাত্র ১১ বছর। নাম শ্রদ্ধা শুক্লা। তবে সে 'ননহি জলপরি' নামেই বিখ্যাত। ভারতের সাঁতার দুনিয়ার এক আশ্চর্য সাঁতারু এই ছোট্ট মেয়েটি।

EiSamay.Com 29 Aug 2016, 11:40 am
এই সময় ডিজিটাল ডেস্ক: বয়স মাত্র ১১ বছর। নাম শ্রদ্ধা শুক্লা। তবে সে 'ননহি জলপরি' নামেই বিখ্যাত। ভারতের সাঁতার দুনিয়ার এক আশ্চর্য সাঁতারু এই ছোট্ট মেয়েটি। তার লক্ষ্য দেশের সর্বত্র 'স্বচ্ছ গঙ্গা'-র বার্তা ছড়িয়ে দেওয়া। সেই লক্ষ্য সফল করতেই এবার শ্রদ্ধা সাঁতরে পাড়ি দেবে ৫৫০ কিলোমিটার। কানপুর থেকে বারাণসীর এই দীর্ঘ জলপথ সে পাড়ি দেবে ৭০ ঘণ্টায়। ২৯ অগস্ট জাতীয় ক্রীড়া দিবস। তার ঠিক আগের দিনই কানপুরের ম্যাসাকার ঘাট থেকে জলে নামে শ্রদ্ধা। আশা করা হচ্ছে ১০ দিনের মাথায় বারাণসী পৌঁছাবে সে। প্রতিদিন ৭ ঘণ্টা সাঁতার কাটবে 'ননহি জলপরি'।
EiSamay.Com girl 11 to swim 550km for clean ganga
স্বচ্ছ গঙ্গার বার্তা নিয়ে ৫৫০ কিমি সাঁতরে পার এই মেয়ের


এখন বর্ষায় উপচে পড়ছে গঙ্গা। দেখা দিতে পারে বিপদ। কিন্তু সে সবের তোয়াক্কা না করেই জলে নেমেছে শ্রদ্ধা। রবিবার পুজো ও মন্ত্রপাঠে শুরু হয়েছে তার সফর। টাইমস অফ ইন্ডিয়াকে সাক্ষাত্‍‌কার দেওয়ার সময়ে শ্রদ্ধার বাবা ললিত শুক্লা জানিয়েছেন, প্রথম দিনেই ১০০ কিমি পথ অতিক্রম করার লক্ষ্য তাঁর মেয়ের। কানপুরের ম্যাসাকার ঘাট থেকে সে যাবে উণ্ণাওয়ের চন্দ্রিকা দেবী ঘাটে।

ললিত বাবুর দাবি শ্রদ্ধাই দেশের সর্বকনিষ্ঠ সাঁতারু এবং প্রথম মেয়ে যে এমন একটি লক্ষ্য সফল করতে উদ্যোগী হয়েছে। তবে এটাই প্রথমবার নয়, এর আগে ২০১৪ সালে সে কানপুর থেকে এলাহাবাদের ২৮২ কিমি জলপথ পাড়ি দিয়েছিল 'স্বচ্ছ গঙ্গা'-র এই একই বার্তা নিয়ে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল