অ্যাপশহর

জার্মানির আকাশে নিখোঁজ ভারতীয় বিমান, বরাত জোরে বিপন্মুক্ত ৩৫০

অল্পের জন্য বেঁচে গেল প্রায় ৩৫০ প্রাণ। মাঝ-আকাশে হারিয়ে যাওয়ায় প্রবল আতঙ্ক ছড়াল জেট এয়ারওয়েজের একটি বিমানে।

EiSamay.Com 19 Feb 2017, 8:23 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: অল্পের জন্য বেঁচে গেল প্রায় ৩৫০ প্রাণ। মাঝ-আকাশে হারিয়ে যাওয়ায় প্রবল আতঙ্ক ছড়াল জেট এয়ারওয়েজের একটি বিমানে। মুম্বই থেকে রওনা দিয়ে ওই বিমান ৩৩০ জন যাত্রী ও ১৫ জন ক্রুকে নিয়ে যাত্রা করেছিল লন্ডনের দিকে। তবে, জার্মানির আকাশে তার সঙ্গে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের যাবতীয় সংযোগ ছিন্ন হয়ে যায়। জরুরি পরিস্থিতিতে জার্মান বায়ু সেনার যুদ্ধ বিমান জেট এয়ারওয়েজের বিমানটিকে এসকর্ট করে নিয়ে গিয়ে নিরাপদে তার গন্তব্য লন্ডনে অবতরণ করাতে পেরেছে।
EiSamay.Com germany scrambles fighter planes for jet aircraft after communication snag
জার্মানির আকাশে নিখোঁজ ভারতীয় বিমান, বরাত জোরে বিপন্মুক্ত ৩৫০


মুম্বইয়ে জেট এয়ারওয়েজ কর্তৃপক্ষের তরফে রবিবার বিবৃতি দিয়ে জানানো হয়, 'জেট এয়ারওয়েজের 9W 118 বিমানটি ১৬ ফেব্রুয়ারি মুম্বই থেকে লন্ডনের হিথরো বিমানবন্দরের দিকে রওয়ান দিয়েছিল। তবে, জার্মানির আকাশে গিয়ে তার সঙ্গে ATC-র সংযোগ ছিন্ন হয়ে যায়। বিপদ এড়াতে ও বিমানটির নিরাপত্তা সুনিশ্চিত করতে তাদের যুদ্ধবিমানকে কাজে লাগায় জার্মান বায়ু সেনা। কয়েক মিনিটের মধ্যে ফের সংযোগ ফিরে আসে। লন্ডনে নিরাপদে অবতরণ করেছে বিমানটি।'

গোটা বিষয়টি ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA) ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছে জেট এয়ারওয়েজ। এক ক্রু ভুল করে রেডিয়ো ফ্রিকোয়েন্সি বদলে ফেলাতেই এই বিপত্তি ঘটেছে বলে প্রাথমিক রিপোর্টে সন্দেহ করা হচ্ছে।

#The German Air Force scrambled two fighter jets for a Jet Airways flight after the Cologne air traffic control could not establish contact with the Indian aircraft due to a reported communication failure.

#The Boeing-777 was flying from Mumbai to London on Thursday (February 16) as 9W-118 and was overflying close to the German city Cologne when its cockpit crew did not respond to ATC communications.

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল