অ্যাপশহর

দেশের প্রথম লোকপাল হচ্ছেন বঙ্গসন্তান পিনাকীচন্দ্র

রবিবার লোকপাল নিয়োগ সংক্রান্ত বৈঠকে দেশের প্রথম লোকপাল হিসেবে পিনাকীচন্দ্র ঘোষের নাম প্রস্তাব করা হয়। আগামী সপ্তাহে তিনি এই নতুন দায়িত্ব নিতে চলেছেন বলে জানা গিয়েছে।

EiSamay.Com 17 Mar 2019, 4:18 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি পিনাকীচন্দ্র ঘোষকে দেশের প্রথম লোকপাল হিসেবে নিয়োগ করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সিলেকশন কমিটি।
EiSamay.Com Justice Pinaki Chandra Ghosh
বিচারপতি পিনাকীচন্দ্র ঘোষ


রবিবার লোকপাল নিয়োগ সংক্রান্ত বৈঠকে দেশের প্রথম লোকপাল হিসেবে পিনাকীচন্দ্র ঘোষের নাম প্রস্তাব করা হয়। আগামী সপ্তাহে তিনি এই নতুন দায়িত্ব নিতে চলেছেন বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, ২০০৭ সালে বিচারপতি ঘোষ অবসর গ্রহণ করেন। বর্তমানে তিনি জাতীয় মানাবাধিকার কমিশনের সদস্য। প্রসঙ্গত, তিনিই তামিলনাডুর প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জয়ললিতার ঘনিষ্ঠ সঙ্গী শশিকলাকে দোষী সাব্যস্ত করেছিলেন।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল