অ্যাপশহর

পরিবেশ রক্ষায় শিল্পপ্রকল্পের কড়াকড়িতে কথা শুনতে হয়েছে মনমোহনকেও

প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, 'আন্তর্জাতিক ক্ষেত্রে পরিবেশ সংক্রান্ত বিষয়ে সে সময়ে আমাদের স্বর যথেষ্ট সক্রিয় ছিল, এ ধরনের আলোচনাতেও আমরা সোৎসাহে ভাবে যোগ দিতাম।' এই প্রসঙ্গেই বিশ্বজুড়ে পরিবেশ ধ্বংসের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মনমোহন সিং।

Ei Samay 9 Sep 2020, 4:18 pm
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী পদে থাকাকালীন পরিবেশ তথা বন্যপ্রাণের ভারসাম্য নষ্ট করতে পারে এমন শিল্পপ্রকল্পে ছাড় দেওয়া নিয়ে কড়াকড়ি করায় উদ্যোগপতিদের কড়া সমালোচনা সহ্য করতে হয়েছিল তাঁকে। ব্রিটিশ ব্রডকাস্টার স্যার ডেভিড অ্যাটেনবরোর হাতে ২০১৯ সালের 'ইন্দিরা গান্ধী শান্তি, নিরস্ত্রীকরণ ও উন্নয়ন পুরস্কার' তুলে দেওয়ার সময় এ কথা জানালেন স্বয়ং মনমোহন সিং। আর্থিক উন্নয়নের গতি বাড়িয়ে গরিব মানুষগুলির জীবনযাপনের মানোন্নয়ন তাঁর সরকারের অগ্রাধিকার ছিল ঠিকই, কিন্তু সে তৎপরতায় প্রাকৃতিক পরিবেশ ও বন্যপ্রাণ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে দিকেও নজর ছিল মিতবাক প্রাক্তন প্রধানমন্ত্রীর।
EiSamay.Com Manmohan Singh
মনমোহন সিং


মনমোহনের কথায়, 'সে দিকটি মাথায় রেখেই প্রকল্প নির্বাচনের ব্যাপারে অত্যন্ত কড়াকড়ি করেছিলাম আমরা। এ জন্য, শিল্পপতি তো বটেই আরও অনেকে আমাদের কঠোর বলে সমালোচনা করতেন।' কিন্তু এই বিশিষ্ট অর্থনীতিবিদ মনে করেন, যদি আর্থিক উন্নয়ন ও পরিবেশ রক্ষার মধ্যে ভারসাম্যের বিষয়টি জোরালো ভাবে মেনে না চলা হয়, সেক্ষেত্রে ফলাফল বিধ্বংসী হবে।

তবে পরিবেশ রক্ষা ও গরিবের উন্নয়ন কি একই সঙ্গে সম্ভব? এ ব্যাপারে দোলাচলের কথা স্বীকার করেছেন তিনি-ও। তবে প্রাক্তন প্রধানমন্ত্রীর কথায়, 'স্যার ডেভিডের মতো আমিও মনে করি, কোথায় থামতে হবে জানা দরকার।' তবেই সুষ্ঠু ও সর্বাঙ্গীণ উন্নতি সম্ভব। এই ভার্চুয়াল পুরস্কার-প্রদান অনুষ্ঠানে হাজির ছিলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী ও সাংসদ রাহুল গান্ধীও।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল