অ্যাপশহর

জ্বর ও শারীরিক দুর্বলতা নিয়ে হাসপাতালে মনমোহন সিং

হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী (Prime Minister) মনমোহন সিং (Manmohan Singh)। তাঁকে নয়াদিল্লির AIIMS হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর কী হয়েছে সে বিষয়ে অবশ্য নীরব হাসপাতাল।

EiSamay.Com 14 Oct 2021, 8:57 am
এই সময় ডিজিটাল ডেস্ক: অষ্টমীর সন্ধ্যায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বুধবার তাঁকে নয়াদিল্লির AIIMS হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, ডা. নীতীশ নায়েকের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। সূত্রের খবর, গতকাল থেকে জ্বরে কাবু অশীতিপর প্রাক্তন প্রধানমন্ত্রী। শারীরিক দুর্বলতাও রয়েছে তাঁর। যদিও তাঁর পরিবার বা হাসপাতালের পক্ষ থেকে এবিষয়ে কিছুই জানানো হয়নি। কংগ্রেসের দাবি, মনমোহন সিংয়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। রুটিন চেকআপের জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে মনমোহন সিং হাসপাতালে ভর্তি হওয়ায় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে AIIMS হাসপাতাল চত্বর।
EiSamay.Com Manmohan Singh
মনমোহন সিং (ফাইল ফটো)



প্রাক্তন প্রধানমন্ত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় তাঁর আরোগ্য কামনা করে পোস্টের বন্যা বয়ে যাচ্ছে। তার মধ্যে একাধিক গুজবও রটছে। এবিষয়ে কংগ্রেস নেতা প্রণব ঝার টুইট, 'ড. মনমোহন সিংয়ের অসুস্থতা নিয়ে ভিত্তিহীন গুজব ছড়াচ্ছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। রুটিন চেকআপের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। প্রয়োজন মতো প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার খবর দেওয়া হবে'। প্রাক্তন প্রধানমন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে মাইক্রোব্লগিং সাইট টুইটারে তাঁর আরোগ্য কামনা করছেন সমাজের বিশিষ্টরা।


সেপ্টেম্বরের ২৬ তারিখ ৮৯ বছরে পা দিয়েছেন মনমোহন সিং। শারীরিকভাবে বেশ কিছুদিন ধরেই নানা রোগে ভুগছেন তিনি। চলতি বছরের এপ্রিল মাসে করোনায় আক্রান্ত হন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। ভর্তি করা হয়েছিল AIIMS হাসপাতালেই। প্রাক্তন প্রধানমন্ত্রীর চিকিৎসায় যাতে কোনও গাফিলতি না হয় তার জন্য তৎপর ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। নিয়মিত খোঁজ খবরও নেন তিনি। কয়েকদিন হাসপাতালে চিকিৎসা করিয়ে করোনা মুক্ত হয়ে বাড়ি ফেরেন অশীতিপর এই কংগ্রেস নেতা। অন্যদিকে, গত বছরের মে মাসে একবার অসুস্থ হয়ে পড়েছিলেন মনমোহন। সেবারও AIIMS-এই চিকিৎসাধীন ছিলেন তিনি।

সূত্রের খবর, ইতিমধ্যে পাঁচবার বাইপাস সার্জারি হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীর। ১৯৯০ সালে প্রথমবার বাইপাস সার্জারি হয় তাঁর। ২০০৪ সালে তাঁর ধমনীতে একটি স্টেন্টও বসানো হয়। ২০০৯ সালেও একবার করোনারি বাইপাস সার্জারি করাতে হয় তাঁকে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল