অ্যাপশহর

ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়া কংগ্রেসে

২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি ছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী।

EiSamay.Com 1 Nov 2018, 8:30 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে জাতীয় কংগ্রেসে যোগ দিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়া।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের কংগ্রেস প্রধান অজয় কুমার।
EiSamay.Com MadhuKoda1


২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি ছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। রাজ্যের চতুর্থ মুখ্যমন্ত্রী হিসেবে ২০০৬ সালের ১৪ সেপ্টেম্বর শপথ নিয়েছিলেন। ২০০৮ সালের ২৩ অগস্ট ইস্তফা দেন। তার আগে পর্যন্ত তিনিই ছিলেন মুখ্যমন্ত্রী।

রাজ্য পুলিশের ভিজিলেন্স টিম খনি কেলেঙ্কারির ঘটনায় ২০০৯ সালের ৩০ নভেম্বর মধু কোড়াকে গ্রেফতার করেছিল। ছিলেন রাঁচীর বীরসা মুন্ডা জেলে। ২০১৩-র ৩১ জুলাই আদালতে জামিন পেয়ে, জেল থেকে বেরিয়ে আসেন।

তাঁর স্ত্রী গীতা কোড়াও পশ্চিম সিংভূম জেলার জগন্নাথপুরের বিধায়ক।

পরের খবর