অ্যাপশহর

ত্যাগীর কোপে মনমোহন

ইউপিএ আমলের ওই চপার দুর্নীতির অভিযোগে এবার অভিযোগের আঙুল ওঠানো হল প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর দিকে।

EiSamay.Com 10 Dec 2016, 7:24 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: নোট ব্যান বিতর্কে যখন সংসদের কক্ষে বাইরে সরকারকে আক্রমণে নেমেছে কংগ্রেস, তখনই হঠাত্‍‌-ই আতস কাচের নীচে অগাস্টাওয়েস্টল্যান্ড চপার দুর্নীতি। ইউপিএ আমলের ওই চপার দুর্নীতির অভিযোগে এবার অভিযোগের আঙুল ওঠানো হল প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর দিকে।
EiSamay.Com former iaf chief sp tyagi blames manmohan singh for scam
ত্যাগীর কোপে মনমোহন


চপার দুর্নীতিতে সরাসরি জড়িত থাকার অভিযোগে ধৃত IAF এসপি ত্যাগীর দাবি, অগাস্টাওয়েস্টল্যান্ডকে বরাত পাইয়ে দেওয়ার পিছনে ছিল প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর অফিস। প্রধানমন্ত্রীর অফিস থেকেই বরাত অগাস্টাওয়েস্টল্যান্ডকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

অগাস্টাওয়েস্টল্যান্ড চপার দুর্নীতির অভিযোগে শুক্রবার গ্রেপ্তার করা হয় প্রাক্তন বায়ুসেনা প্রধান এসপি ত্যাগীকে। ২০১০ সালে ৩ হাজার ৭৬৭ কোটি টাকার দুর্নীতি কাণ্ডে প্রাক্তন বায়ু সেনাপ্রধান ছাড়াও গ্রেপ্তার করা হয়েছে তাঁর তুতোভাই সঞ্জীব ত্যাগী ও দিল্লির আইনজীবী গৌতম খৈতানকে।

#Former Indian Air Force chief SP Tyagi blamed former Prime Minister Manmohan Singh's office for tweaking the deal in favour of AgustaWestland.

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল