অ্যাপশহর

তরুণ গগৈয়ের শেষকৃত্য ২৬ নভেম্বর, মন্দির-মসজিদ-গির্জায় ঘুরবে মরদেহ

২৬ নভেম্বর, বৃহস্পতিবার শেষকৃত্য সম্পন্ন হবে তরুণ গগৈয়ের। তাঁর আগে অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মরদেহ মন্দির-মসজিদ ও গির্জায় ঘোরানো হবে। কোভিড পরবর্তী অসুস্থতায় ভুগছিলেন প্রবীণ এই কংগ্রেস নেতা।

EiSamay.Com 23 Nov 2020, 11:25 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী (Former Assam chief minister) তরুণ গগৈয়ের শেষকৃত্য (Tarun Gogoi cremation) সম্পন্ন হবে আগামী বৃহস্পতিবার, ২৬ নভেম্বর। গুয়াহাটিতে। সোমবার রাতে এক বিবৃতিতে জানিয়েছেন অসম রাজ্য কংগ্রেসের প্রধান রিপুন বোরা।
EiSamay.Com Tarun Gogois cremation
বৃহস্পতিবার শেষকৃত্য তরুণ গগৈয়ের


সোমবার রাতে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালেই সাংবাদিক বৈঠক করেন রিপুন বোরা। গত কয়েক দিন ধরে রোগভোগের পর এদিন সন্ধ্যায় এই হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ কংগ্রেস নেতা তরুণ গগৈ। বোরা জানান, অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মরদেহ মঙ্গলবার সকালে দিসপুরের সরকারি বাসভবনে নিয়ে যাওয়া হবে।

রাজ্যসভার সাংসদ বোরা সাংবাদিকদের জানান, আগামী তিন দিন যাতে মরদেহ সংরক্ষিত রাখা যায়, চিকিত্‍‌সকেরা সে ব্যবস্থা করছেন। সোমবার রাতের মধ্যেই হাসপাতালের প্রয়োজনীয় ফর্মালিটিস শেষ করে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। রাতে হাসপাতালে মরদেহ রেখে সকালে দিসপুরে নিয়ে যাওয়া হবে।

রাজ্য কংগ্রেস সূত্রে খবর, দিসপুরের বাড়ি হয়ে মরদেহ যাবে অসম রাজ্য বিধাসভা জনতা ভবনে। মুখ্যমন্ত্রী হিসেবে ১৫ বছর জনতা ভবনে বসেছেন তরুণ গগৈ। বিকেল সাড়ে ৩টে নাগাদ তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে রাজ্যে কংগ্রেসের সদর দফতর রাজীব ভবনে।

বোরা জানিয়েছেন, তরুণ গগৈয়ের স্ত্রী ডলিদেবী ও ছেলে গৌরব অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের কাছে অনুরোধ করেছিলেন যাতে জনসাধারণের জন্য একদিন মরদেহ রাখার ব্যবস্থা করা হয়। পরিবারের সেই ইচ্ছেকে স্বীকৃতি দিয়ে রাজ্য সরকার একদিন মরদেহ রাখার ব্যবস্থা করেছেন। গুয়াহাটির শ্রীমন্ত শংকরদেবা কলাক্ষেত্র চত্বরে মঙ্গলবার সন্ধে থেকে ২৫ নভেম্বর সারাদিন মরদেহ রাখা হবে। যাতে সাধারণ মানুষ প্রবীণ এই রাজনীতিককে শেষশ্রদ্ধা জানাতে পারেন।

২৬ নভেম্বর তাঁর অন্তিমযাত্রার সূচনা হবে কলাক্ষেত্র থেকে। নিজের শহর টিটাবরের পরিবর্ত গুয়াহাটিতেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। তরুণ গগৈয়ের শেষ ইচ্ছেকে সম্মান জানিয়ে শেষকৃত্য সম্পন্ন হওয়ার আগে তাঁর মরদহে ঘোরানো হবে মন্দির মসজিদ গির্জায়।

আরও পড়ুন: লড়াই শেষ, প্রয়াত অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ!

কংগ্রেসের একটি সূত্রে খবর, প্রবীণ নেতার শেষকৃত্যে উপস্থিত থাকতে পারেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বর্ষীয়ান রাজনীতিককে শেষশ্রদ্ধা জ্ঞাপন করতে কেন্দ্রের আরও অনেক নেতা ওই দিন উপস্থিত থাকতে পারেন।

কোভিড-পরবর্তী অসুস্থতায় ভুগছিলেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী। শনিবার রাত থেকে অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা রাতে বিবৃতি দিয়ে জানান, তরুণ গগৈ 'সম্পূর্ণ সংজ্ঞাহীন', আছেন ভেন্টিলেটর সাপোর্টে। চিকিত্‍‌সকদের উদ্ধৃতি দিয়ে তিনি জানিয়েছিলেন, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূ্র্ণ। ৭২ ঘণ্টা অতিক্রম করার আগেই প্রবীণ নেতার জীবনাবসান হয়। তার আগে কোভিডের চিকিত্‍‌সা করিয়ে দু'মাস পর হাসপাতাল থেকে ছাড়া পান তরুণ গগৈ । বাড়িতে কিছু দিন কাটিয়ে ফের তাঁকে কোভিড পরবর্তী অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন।

পরের খবর