অ্যাপশহর

উপত্যকায় এই প্রথম! সরকারি চাকরিতে আবেদন করতে পারবেন অ-কাশ্মীরিরাও!

যে সব আবেদনকারী জম্মু-কাশ্মীর এবং লাদাখের বাসিন্দা নন, তাঁদের অনলাইনে আবেদন পত্র জমা দিতে হবে। জম্মুর হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে এই সব আবেদন জমা পড়বে।

EiSamay.Com 30 Dec 2019, 10:09 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: অগস্ট মাসে জম্মু-কাশ্মীর সংক্রান্ত সংবিধানের ৩৭০ এবং ৩৫এ ধারা বাতিলের পর এক নয়া জমানার সূচনা হতে চলেছে উপত্যকায়। অগস্ট মাসের পর প্রকাশিত প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জম্মু-কাশ্মীর হাইকোর্ট। আদালত ৩৩টি নন গেজেটেড পদের জন্যে সারা দেশ থেকে আবেদন পত্র চেয়েছে। এই প্রথম জম্মু-কাশ্মীরের সরকারি চাকরির জন্যে রাজ্যের বাইরে থেকেও প্রার্থীরা আবেদন করতে পারবেন। কাশ্মীর বা লাদাখের স্থায়ী বাসিন্দাদের জন্যে আর সংরক্ষিত থাকল না এই সব পদের চাকরি।
EiSamay.Com ​FOR THE FIRST TIME IN THE HISTORY OF JAMMU KASHMIR govt to hire from across India
সরকারি চাকরিতে আবেদন করতে পারবেন অ-কাশ্মীরিরাও!


খালি পদের মধ্যে রয়েছে স্টেনোগ্রাফার, টাইপিস্ট,ড্রাইভার। একজন প্রার্থী একের বেশি পদে আবেদন করতে পারবেন। ৩৩টি পদের মধ্যে ১৭টি পদ ওপেন মেরিট বিভাগের জন্যে। অর্থাত্‍ এই ১৭টি পদে কাশ্মীরের বাইরের বাসিন্দারা আবেদন করতে পারেন।

যে সব আবেদনকারী জম্মু-কাশ্মীর এবং লাদাখের বাসিন্দা নন, তাঁদের অনলাইনে আবেদন পত্র জমা দিতে হবে। জম্মুর হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে এই সব আবেদন জমা পড়বে। অন্যদিকে যাঁরা এই দুই কেন্দ্র শাসিত অঞ্চলের বাসিন্দা তাঁদের আবেদন জমা নেবেন নির্দিষ্ট জেলার প্রধান জেলা বিচারপতি। খবরটি ইংরেজিতে পড়ুন

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল